ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত ভাতার থানার বসতপুর এলাকার এক ব্যক্তি ভাতার থানাতে গত ০২.১১.২০২১ তারিখে অভিযোগ জানায় যে, তার জামাই তার মেয়েকে গলা টিপে মেরে ফেলেছে। এই অভিযোগের ভিত্তিতে ভাতার থানাতে একটি মামলা দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই গৃহবধূর উপর প্রায়শই অত্যাচার করতো তার স্বামী। কিন্তু একসময় ঘটনার নৃশংসতা এতটাই বেড়ে যায় যে ০১.১১.২০২১ তারিখে অপরাধী তার নিজের বউয়ের গলা টিপে হত্যা করে।
এই ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় চার বছর মামলাটি বর্ধমান আদালতে বিচারাধীন থাকার পর তদন্তকারী অফিসারের জমা করা চার্জশিটের উপর বিচার করে আজ শুক্রবার অর্থাৎ ২০ ডিসেম্বর ২০২৪ তারিখে বিচারক তাঁর চূড়ান্ত রায় ঘোষণা করেন। আসামির বিরুদ্ধে আজীবন সশ্রম কারাদণ্ড সহ ১০হাজার টাকা জরিমানা প্রদানের আদেশ দিয়েছেন।