ডাকাতির আগেই মঙ্গলকোট পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী, খোঁজ চলছে বাকিদের

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,মঙ্গলকোট: ডাকাতির উদ্দ্যেশে জড়ো হওয়ার অপরাধে মঙ্গলকোট থানার পুলিশ মুশারু এলাকা থেকে গ্রেপ্তার করেছে দুই দুষ্কৃতী কে। যদিও বেশ কয়েকজন দুষ্কৃতী পুলিশের অভিযানের আঁচ পেয়ে পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি মোটরসাইকেল, একটি আগ্নেয়াস্ত্র, দু রাউন্ড গুলি, দুটি উড়িষ্যার মোটরসাইকেলের নাম্বার প্লেট এবং একটি মাস্টার চাবি।

বিজ্ঞাপন

মঙ্গলবার ধৃতদের কাটোয়া আদালতে পেশ করে পুলিশ। ধৃত দুই দুষ্কৃতীর মধ্যে একজনের বাড়ি কাটোয়া শহরে, নাম চপেদার শেখ। আরেকজনের নাম আউম সিদ্ধান্ত, তার বাড়ি উড়িষ্যায়। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলকোটের মুসারু গ্রামের কাছে অভিযান চালায় পুলিশ। খবর ছিল একদল দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছে। সেখানেই পুলিশ হাতেনাতে ধরে ফেলে দুই ডাকাতকে। বাকিরা পালিয়ে যায়। 

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারা গেছে, উদ্ধার হওয়া দুটি মোটরসাইকেল তারা চুরি করে এনেছিল এবং তাদের সঙ্গে ছিল মোট পাঁচজন। তারা সোনার দোকানে ডাকাতি করার উদ্দেশ্যে এসেছিল।
তবে ডাকাতির আগেই মঙ্গলকোট থানার পুলিশ দুষ্কৃতী দলের দুজনকে গ্রেপ্তার করে নেয়। পুলিশের এই ভূমিকায় খুশি এলাকার মানুষ।

  • পুলিশ সূত্রে জানা গেছে, কাটোয়ার যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছে তার নাম চপেদার শেখ। তার একটি সোনার দোকান রয়েছে। তার সঙ্গে উড়িষ্যার দুষ্কৃতীদের যোগাযোগ ছিল। বিভিন্ন জায়গায় ডাকাতি করার উদ্দেশ্যে মঙ্গলকোটে এসেছিল তারা। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি এই গ্যাংয়ের সঙ্গে আরো কারা জড়িত আছে তারও খোঁজ শুরু করেছে।

আরো পড়ুন