জেলা

রায়নার খালেরপুল এলাকায় দুর্ঘটনা, বাইক আরোহীর মৃত্যু, উত্তেজনা

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: ১২চাকা লরি পিষে দিলো এক মোটর সাইকেল আরোহী কে। শুক্রবার সকাল ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রায়না থানার মাছখান্ডা খালেরপুল এলাকার বর্ধমান আরামবাগ রোডে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাঁকুড়া মোড়ের দিক থেকে বর্ধমানের দিকে বাইক নিয়ে আসছিলেন ওই ব্যক্তি। বাইকের পিছনে ছিল আলুর বস্তা। পিছনেই ছিল লরি। সংকীর্ণ রাস্তার একদিকে টোটো দাড়িয়ে থাকার কারণে বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে কোনোভাবে টোটোর সঙ্গে লেগে রাস্তায় পরে যায়। সেই সময় পিছনে থাকা ১২চাকার লরি ওই ব্যক্তির উপরে উঠে যায়।  দুর্ঘটনার পরই লরির চালক পালিয়ে যায়। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রাই জখম ব্যক্তিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হসপিটাল সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম কনক কান্তি মুখার্জি (৩৭)। বাড়ি মন্তেশ্বর থানার সিংহালি। প্রত্যক্ষদর্শীদের অনেকে জানিয়েছেন, মৃত ব্যক্তির বাইকের পিছনে একটি হেলমেট রাখা ছিল। তাদের অনুমান, মন্তেশ্বর থেকে কোনো আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন ওই ব্যক্তি। আলু নিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

স্থানীয়দের অভিযোগ, খালেরপুল এলাকায় ট্রাফিকের দায়িত্বে একাধিক সিভিক ভলেন্টিয়ার থাকলেও প্রায় প্রতিদিন রাস্তার উপর টোটো দাঁড় করিয়ে রাখে টোটো চালকরা। আর এর ফলে প্রায়ই যানবাহন নিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন বহু মানুষ। এদিন দুর্ঘটনার পর এলাকার মানুষই টোটোদের রাস্তা থেকে তাবরে সরিয়ে দেয়।

Recent Posts