---Advertisement---

রায়নায় পিচের রাস্তা বালির তলায়, দুর্ঘটনার কবলে বাইক আরোহী, উদাসীন প্রশাসন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: পিচের রাস্তার ওপর বালি পড়ে ঢেকে যাওয়ায় বিপজ্জনক ভাবে যাতায়াত করতে হচ্ছিল সাধারণ মানুষকে। কয়েকদিন আগেই এই সমস্যা তুলে ধরে খবর করেছিল ফোকাস বেঙ্গল। স্থানীয় বাসিন্দাদের একাংশ যেকোন সময় এই রাস্তায় বড়সড় দুর্ঘটনা ঘটার বিষয়ে রীতিমত আশঙ্কা প্রকাশ করেছিলেন। আর সেই খবর প্রকাশের চারদিনের মাথায় আশঙ্কা সত্যি করে দুর্ঘটনার কবলে পড়লেন স্থানীয় এক বাসিন্দা মোটর সাইকেল আরোহী। একটি বালির লরির ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে রীতিমত পায়ের হাঁটু ভেঙে গিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে রায়না থানার হিজলনা এলাকায়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিকে উদ্ধার করে বর্ধমানের উল্লাস এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম দেবনাথ পোড়েল, বাড়ি রায়না থানার নতু অঞ্চলের বীরপুর এলাকায়। এদিন সকালে মোটর সাইকেলে আলুর বস্তা নিয়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি বলে জানা গেছে। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। আহত ব্যক্তির চিকিৎসা বাবদ খরচের দাবিতে হিজলনা হিমঘর সংলগ্ন একটি ওয়েব্রিজে এবং দামোদর নদের একটি বালি ঘাটে স্থানীয়রা বিক্ষোভ দেখায়। পরে রায়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

প্রসঙ্গত রায়না থানার হিজলনা পঞ্চায়েতের হিজলনায় কোল্ড স্টোরেজের পাশেই রাস্তার ধারে রয়েছে একটি ওয়েব্রিজ। প্রতিদিন কয়েকশো বালির গাড়ি এই কাঁটায় দাঁড়িয়ে গাড়িগুলো থেকে অতিরিক্ত বালি রাস্তায় ফেলে দিচ্ছে বলে স্থানীয়দের একাংশের অভিযোগ। ফলে পিচের রাস্তা কার্যত সারাদিন রাত বালির তলায় চলে যাচ্ছে। বিপজ্জনক হয়ে উঠেছে এই রাস্তা দিয়ে চলাচল। স্থানীয় অনেকের অভিযোগ, এই কাঁটার সামনের রাস্তা সারাবছর বালিময় হয়ে থাকে। মূলত ওয়েব্রিজ কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই গাড়িগুলো থেকে বালি কাটার পর সেই বালি রাস্তায় চলে আসছে বলে অভিযোগ।

আর এই কারনেই এই এলাকার রাস্তা দিয়ে যাতায়াত বর্তমানে বিপজ্জনক হয়ে উঠেছে বলে অভিযোগ। প্রায়ই ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীদের অনেকে। মঙ্গলবার সকালে দুর্ঘটনার পর স্থানীয়দের একাংশ অবিলম্বে এই রাস্তা থেকে বালি পরিষ্কার করার দাবি তোলেন। যদিও পুলিশ সূত্রে জানা গেছে, এদিনের দুর্ঘটনার বিষয়ে কোন অভিযোগ থানায় জমা পড়েনি। এই বিষয়ে রায়না থানার সঙ্গে যোগাযোগ করা হলে খুব শীঘ্রই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

See also  আধার কার্ডে ৭০ঊর্দ্ধ মহিলা হয়ে গেলেন পুরুষ! দপ্তরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার পথে পরিবার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---