চুপির ছাড়িগঙ্গায় নৌকাডুবিতে নিখোঁজ দুই পর্যটকের দেহ উদ্ধার
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্বস্থলী: পূর্বস্থলীর চুপির ছাড়িগঙ্গায় পাখি দেখতে এসে নৌকা উল্টে নিখোঁজ দুই পর্যটকদের দেহ উদ্ধার করল স্থানীয় ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। শনিবার রাত ১০টা নাগাদ সৌরভ চট্টোপাধ্যায় (৪০) নামে এক পর্যটকের দেহ উদ্ধার করা হয়। ফের রবিবার সকলে থেকেই নদীতে নেমে তল্লাসি শুরু করেছিল ডিজাষ্টার মেনেজমেন্টের কর্মীরা। পাশপাশি স্থানীয় মৎসজীবিরাও নৌকা নিয়ে ছাড়িগঙ্গায় তল্লাসি চালায়। অবশেষে বিকেল সাড়ে ৩টা নাগাদ নদী থেকে আরো এক নিখোঁজ পর্যটক সৈকত চট্টোপাধ্যায়ের (৪০) নিথর দেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে সৈকত চট্টোপাধ্যায় বিদ্যুৎ দফতরের জুনিয়ার ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন। বাড়ি নদীয়া জেলার কৃষ্ণনগরে। জানা গিয়েছে, শনিবার বিকাল নাগাদ কৃষ্ণনগর থেকে ৪ জন পর্যটক এসেছিলে ছাড়িগঙ্গায় পরিযায়ী পাখি দেখতে। নৌকা ভ্রমনের সময় হঠাৎ টালমাটাল হয়ে নৌকা উল্টে ২ জন নিখোঁজ হয়ে গিয়েছিল। স্থানীয় কয়েকজন যুবক দুই পর্যটক সহ নৌকার মাঝিকে উদ্ধার করলেও দুজন রাত পর্যন্ত নিখোঁজ ছিল। নৌকার মাঝি মদন পারুই অসুস্থ হয়ে পড়ায় তাঁকে নবদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়।