ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: মাথায় গোলাপী রংয়ের টুপি, গায়ে সোয়েটার, একটি রঙিন কম্বলে জড়ানো মাত্র ২বছরের শিশু কে রবিবার সাত সকালে মৃত অবস্থায় উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ। এই ঘটনায় আলুডাঙ্গা ঘোষপাড়ার জোড়ামন্দির, অরভিল পল্লী এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন, এদিন সকালে এলাকার দুটি বাড়ির মাঝে ফাঁকা জায়গায় একটি কম্বলে জড়ানো একটি শিশুকে পড়ে থাকতে দেখেন পথচলতি মানুষজন। তারাই বর্ধমান থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশু টিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানিয়ে দেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির চোখের তলায় কালশিটের দাগ রয়েছে, নাক দিয়ে রক্ত বেরিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান শিশুটির উপর অত্যাচার করে মেরে ফেলা হয়েছে। পরে তাকে ওই জায়গায় ফেলে রেখে দেওয়া হয়। তবে কে বা কারা, কোথা থেকে এসে এই নারকীয় কাজ করে গেছে সে বিষয়ে এখনই কিছু বোঝা যাচ্ছে না বলেই পুলিশ সূত্রে জানা গেছে।
যদিও স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন, শিশুটি ওই এলাকার নয়। তবে কোন সম্ভ্রান্ত পরিবারের হতে পারে বলেই সন্দেহ। অন্য কোন জায়গা থেকে এই নৃশংস কাজ করে এই এলাকায় কেউ বা কারা ফেলে দিয়ে গেছে বলে অনুমান। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেই আশাবাদী স্থানীয়রা। স্বাভাবিকভাবেই এই শীতের রাতে ফুটফুটে মাত্র দু বছরের একটি শিশু কে হত্যা করে এই ভাবে ফেলে দেওয়ার ঘটনায় যুক্ত দোষী দের অবিলম্বে খুঁজে বের করে কঠোরতম শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ সূত্রে জানা গেছে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।