বড়শুলে দামোদর নদ থেকে উদ্ধার বর্ধমানের নবম শ্রেণীর ছাত্রের দেহ, শোকস্তব্ধ পরিবার

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: চার বন্ধু মিলে শক্তিগড় থানার বড়শুলে বৃহস্পতিবার বিকেলে দামোদর নদে চান করতে নেমে তলিয়ে গিয়েছিল আবিদ হোসেন(১৪) নামে এক নবম শ্রেণীর ছাত্র। আজ অর্থাৎ শুক্রবার সকাল দশটা নাগাদ স্থানীয় এলাকাবাসী দেহটি ভাসতে দেখে জল থেকে টেনে পাড়ে তুলে নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের বাড়ি বর্ধমান শহরের বাহিরসর্বমঙ্গলা পাড়ায়। সে বর্ধমান সি এম এস হাইস্কুলের ছাত্র ছিল। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

বিজ্ঞাপন

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ট্রেনে তিন বন্ধুর সঙ্গে শক্তিগড়ে মামার বাড়ি গিয়েছিল আবিদ হোসেন। সেখান থেকে টোটো করে তারা বড়শুল গ্রামের দামোদর নদে চলে যায় স্নান করতে। পাড়ে জমা, কাপড় খুলে নদীতে ঝাঁপ দেয় আবিদ। বাকি বন্ধুরাও জলে নেমে যায়। কিন্তু বেশ কিছুক্ষণ জলের নিচ থেকে উপরে উঠে না আসায় বাকি তিন বন্ধু ভয় পেয়ে যায়। তারা জল থেকে উঠে জমা, প্যান্ট পরে সোজা বর্ধমান ফিরে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক আবিদের এক বন্ধুর আত্মীয় জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জলে ঝাঁপ দেওয়ার পর হতে পারে বালিতে কোনোভাবে আটকে গিয়েছিল আবিদ। আর তার জন্যই হয়তো এই মর্মান্তিক পরিণতি ঘটে যায়। এই ঘটনার পর বাকি তিন বন্ধু বর্ধমানে বাড়ি ফিরে এলেও আবিদ হোসেন ফিরে না আসায় নিখোঁজ ছেলের সন্ধানে গতকালই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। শুক্রবার সকালে দামোদর নদ থেকে আবিদের দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

আরো পড়ুন