ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: দামোদর নদ থেকে মঙ্গলবার সকালে অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ উদ্ধার করলো জামালপুর থানার পুলিশ। এদিন সকালে স্থানীয় মানুষ ওই ব্যক্তির দেহে ভাসতে দেখে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ টি জল থেকে উদ্ধার করে।

যদিও মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি এখনো। কি ভাবে ওই যুবকের মৃত্যু হলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য এদিনই দেহটি বর্ধমান মেডিকেলে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার দামোদর নদের তেলকূপী ঘাট সংলগ্ন এলাকায়।ঘটনাকে ঘিরে আলোড়ন ছড়িয়েছে এলাকায়। এলাকার মানুষের প্রাথমিক অনুমান, মৃতদেহ দাহ করার জন্য দামোদরের এই এলাকায় বহু দূরদূরান্ত থেকে মানুষ আসে। গতকাল রাতেও এই এলাকায় দাহ করার জন্য কিছু মানুষ এসেছিলেন। অনুমান, মদ্যপ অবস্থায় জলে পরে গিয়ে মৃত্যু হতে পারে ওই ব্যক্তির। গোটা ঘটনার বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।