ফোকাস বেঙ্গল ডেস্ক, গলসি: পূর্ব বর্ধমানের গলসির পুরন্দগর কলাবাঁধ এলাকায় সাত সকালে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে এক কৃষক মাঠের পথে যেতে গিয়ে পুকুরপাড়ে একটি গাছের সঙ্গে হাত ও গলায় কাপড় বাঁধা অবস্থায় এক মহিলাকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি আশপাশের লোকজনকে খবর দেন এবং গলসি থানায় বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম সজনী হেমব্রম(৩০)।

মৃতার মায়ের বক্তব্য অনুযায়ী, তাঁর মেয়ের বিয়ে হয়েছিল গলসির পোতনা গ্রামে। তবে স্বামী কর্মসূত্রে বাইরে থাকায় তিনি মায়ের কাছেই থাকতেন। মেয়ের একটি সন্তান রয়েছে। স্থানীয় একটি রাইস মিলে কাজ করতো তার মেয়ে। গত তিন দিন ধরে সে বাড়ি ফেরেনি। গতকাল সন্ধ্যায় ফেরার কথা থাকলেও আর ফেরেনি।
এরপর আজ সকালে খবর আসে, মেয়ের দেহ গাছে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশ এটি খুনের ঘটনা মনে করলেও, ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার পড়েছে পুলিশ। ধৃতের নাম লক্ষী সরেন। বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই এই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান।