ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: যাত্রী বোঝাই বোলেরো গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ১২জন। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর আড়াইটে নাগাদ জামালপুর থানার আঝাপুর এলাকায়। দুর্ঘটনার পরই বিকট আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয় মানুষজন। তারাই প্রথমে আহত যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শুরু করেন। পরে জামালপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলের পৌঁছে আহত ব্যক্তিদের মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জানা গেছে, এদিন দুপুর ২টা ৪০ মিনিট নাগাদ মেমারি তারকেশ্বর রোডের উপর মেমারির দিক থেকে একটি বোলেরো গাড়ি কলকাতার দিকে আসার সময় আচমকাই উল্টো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান সজোরে মুখোমুখি ধাক্কা মারে চার চাকা গাড়িটিকে। দুর্ঘটনায় গুরুতর আহত আহত হয় দুজন শিশু, চারজন মহিলা সহ মোট ১২ জন। স্থানীয়রা জানিয়েছেন, বিকট শব্দ শুনে ছুটে গিয়ে দেখেন দুটি গাড়ি সামনা সামনি ধাক্কা মেরেছে। তড়িঘড়ি দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটি তে থাকা যাত্রীদের উদ্ধার করতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জামালপুর থানার বিশাল পুলিশ বাহিনী।
জানা গেছে, মুর্শিদাবাদ থেকে কলকাতা বিমানবন্দর যাওয়ার পথে ভয়ানক এই দুর্ঘটনার কবলে পরে বোলেরো গাড়িটি। আত্মীয়-স্বজনদের আনতে কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছিলেন, সেই সময় এই মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় মানুষজন দুর্ঘটনার পরই রাস্তা আটকে বিক্ষোভে ফেটে পড়েন। রাস্তায় স্পিড ব্রেকারের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকেন। তারা দাবি করেন, যতক্ষণ না এখানে স্পিড ব্রেকারের ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ রাস্তা অবরোধ থাকবে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।