ক্রাইম

কাটোয়ায় বসত বাড়িতে বোমা বিস্ফোরণ, আহত এক কলেজ পড়ুয়া, চাঞ্চল্য, আটক বাড়ি মালিক

ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া: আসন্ন পঞ্চায়েত ভোটের আগে যথারীতি পূর্ব বর্ধমানের কাটোয়া উত্তপ্ত। বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কাটোয়া ১ ব্লকের বিজয়নগর গ্রামে। অভিযোগ, স্থানীয় সিপিএম কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের ঘটনায় আহত এক যুবককে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। বিস্ফোরণের ঘটনায় তারক পাল নামে এক ব্যক্তিকে আটক করেছে কাটোয়া থানার পুলিশ। উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে বোমা বিস্ফোরণের ঘটনার বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল পাঁচটা নাগাদ হঠাৎই কেঁপে ওঠে কাটোয়া ১ নম্বর ব্লকের বিজয়নগর গ্রাম। জানা গেছে, বিজয়নগর গ্রামের বাসিন্দা সিপিএম কর্মী তারক পালের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। বোমা বিস্ফোরণে জখম হয় তারক পালের সম্মন্ধির ছেলে অঙ্কিত পাল। সে এই বছর উচ্চমাধ্যমিক পাস করে কাটোয়া কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়েছে।

পঞ্চায়েত ভোটের আগে জনবহুল গ্রামের মধ্যেই বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। পুলিশ সূত্রে জানা গেছে, আহত অঙ্কিতের চিকিৎসা চলছে কাটোয়া মহকুমা হাসপাতালে। ঘটনার পরই ঘটনাস্থলে কাটোয়া থানার পুলিশ পৌঁছে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরই পুলিশ বাড়ির মালিক তারক পাল কে আটক করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কাটোয়া পুলিশ।