---Advertisement---

গলসিতে ফের বোমা উদ্ধার, শুরু রাজনৈতিক চাপানোতর

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: আবারও বোমা উদ্ধাররের উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল গলসিতে। ভোটের আবহে এই ঘটনায় রাজনৈতিক চাপানতর সৃষ্টি হয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, গলসি ১ নং ব্লকের লোয়া রামগোপালপুর পঞ্চায়েতের করকোনা গ্রামের একটি পুকুর পাড়ে উদ্ধার হয় ৬-৭ টি তাজা বোমা।

বিজ্ঞাপন

বোমা গুলো একটি লাল রংয়ের জারে রাখা ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। গোপন সূত্রে পুলিশের কাছে বোমা মজুদের খবর আসার পরই তৎপরতার সঙ্গে বৃহস্পতিবার থেকেই এলাকা ঘিরে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি খবর দেওয়া হয় সিআইডি বোম্ব ডিস্পোজাল স্কোয়াড কে।

শুক্রবার দুপুর নাগাদ বোম্ব ডিস্পোজাল স্কোয়াড এর টিম ঘটনাস্থলে পৌঁছে  বোমাগুলো গ্রামের একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে নিস্ক্রিয় করে। বোমা গুলো কিভাবে ওই জায়গায় এলো, কে বা কারা এই কাজের সঙ্গে জড়িত থাকতে পারে তার জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। 

See also  স্কুটি নিয়ে কলকাতা থেকে বর্ধমান আসার পথে দুর্ঘটনায় মৃত ১,আহত ১জন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---