পশ্চিমবঙ্গ

গলসির রাইপুরে বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব স্কোয়াড

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফকাস বেঙ্গল ডেস্ক,গলসি: বৃহস্পতিবার সকালে গলসি থানার রাইপুর হাজিবাগান এলাকায় দুটি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় গ্রামবাসীরা পুলিশ কে খবর দিলে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোম দুটি উদ্ধার করে। পাশাপাশি ওই এলাকায় আরো বোম মজুদ রয়েছে কিনা তা সরজমিনে পরীক্ষা করে দেখতে বোম্ব ডিসপোজাল স্কোয়াড কে খবর দেওয়া হয়।

বিজ্ঞাপন

নিরাপত্তার কারণে এলাকাটি ঘিরে রাখে পুলিশ। পড়ে বোম্ব স্কোয়াডের টিম ঘটনাস্থলে পৌঁছে নতুন করে আর কোন বোম উদ্ধার করেনি। উদ্ধার হওয়া দুটি বোম কে এদিনই নিষ্ক্রিয় করে দেয় বোম্ব স্কোয়াডের অফিসারেরা। পুলিশ জানিয়েছে, বোম উদ্ধারের ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

Advertisement