---Advertisement---

সাতসকালে গলসিতে বোমাতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, গলসি: সাত সকালে বোমা জাতীয় বস্তু কে ঘিরে তীব্র আতঙ্ক ছড়ালো পূর্ব বর্ধমানের গলসি থানার গোহগ্রাম এলাকায়। শনিবার ভোরে স্থানীয় টেনি যাদবের ঢাল ধরে দামোদর নদ থেকে বেআইনি বালির ট্রাক্টর যাতায়াতের রাস্তার পাশে একটি নীল রংয়ের পিঠ ব্যাগে সুতলী জড়ানো গোল আকারের বস্তু দেখতে পায় এক ব্যক্তি। সন্দেহ হওয়ায় গ্রামের মানুষকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে দেয়। এলাকায় কিভাবে, কারা এবং কেন বোমা জাতীয় বস্তু ফেলে রেখে গেলো, তাই নিয়ে জোর চর্চার সাথে আতঙ্ক তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

গ্রামবাসীদের একাংশ জানিয়েছেন, এই এলাকায় দীর্ঘদিন ধরেই এক শ্রেনীর বালি মাফিয়াদের দাপাদাপি রয়েছে। নদী থেকে বালি চুরি করে ট্রাক্টরের মাধ্যমে পাচার চলে বেপরোয়া ভাবে। পুলিশের পক্ষ থেকে মাঝে মধ্যেই ট্রাক্টর সহ চালক দের ধরপাকড় করা হলেও, বালি মাফিয়ারা তারপরেও বেপরোয়া। ফলে সম্পূর্ণভাবে বন্ধ হচ্ছে না নদী থেকে বালি চুরি। আর এই বালি চুরি কে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক সমীকরণের প্রসঙ্গও উঠে আসছে।

যদিও সাম্প্রতিক অতীতে এই এলাকায় বোমা উদ্ধারের কোনো ঘটনা ঘটেনি বলেই জানা গেছে। তারপরেও হঠাৎ গ্রামের রাস্তা থেকে নদীর দিকে যাওয়ার ঢালে কিভাবে বোমা জাতীয় বস্তু এলো, তাই নিয়েই তৈরি হয়েছে কৌতূহল। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যাগের ভিতর আরো গোলাকার বোমার মতো দেখতে বস্তু আছে কিনা, এবং সেগুলি আদপে বোমা কিনা খতিয়ে দেখতে বোম্ব স্কোয়াড কে খবর দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। 

See also  ২৮ ফেব্রুয়ারী থেকে বর্ধমান উত্তর উৎসব, আসছেন অভিনেত্রী ঋতুপর্ণা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---