রায়নার মাঠনূরপুরে বোমাবাজি, অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে, আহত একাধিক গ্রামবাসী

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: ভোটগ্রহণ চলার দ্বিতীয়ার্ধে আবার উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের রায়নার মাঠনূরপুর গ্রামে। এখানে বহিরাগত কিছু দুষ্কৃতীর সঙ্গে গ্রামবাসীদের সংঘাত চরমে ওঠে। এলাকায় বোমাবাজি করা হয় বলে অভিযোগ গ্রামবাসীদের। বোমার আঘাতে আহত হয়েছেন চারজন গ্রামবাসী। বিক্ষুব্ধ গ্রামবাসীদের অনেকেই অভিযোগ করেছেন, ভোটের দিন এবং তার আগে থেকেই এই গ্রামকে অশান্ত করার চেষ্টা চলছে। এদিন সকালেই দুপক্ষের সংঘর্ষ ঘটে। আহত হন কয়েকজন।

বিজ্ঞাপন

 

গ্রামবাসীদের অভিযোগ, এদিন বিকেলের দিকে বেশ কিছু সশস্ত্র দুস্কৃতী বাইরে থেকে এখানে আসে। তারা গ্রামে বোমা ছোড়ে। তারা সশস্ত্র ছিল বলেও গ্রামবাসীদের দাবি। তাদের আক্রমণে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে শেখ আজাদ এবং শেখ গফফার আলির আঘাত গুরুতর। গ্রামবাসীদের দাবি রায়না ১ এর ব্লক সভাপতি বামদেব মন্ডল এই হামলার জন্য দায়ী।এছাড়াও পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান শামসুদ্দিন এই হামলার পিছনে রয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, দুর্নীতি এবং অনুন্নয়নের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তারা। ঘটনার খবর পেয়ে বিরাট পুলিশবাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে এলাকায় পুলিশ পাহারা রয়েছে। গ্রাম থমথমে।

 

এদিকে রায়না ১ব্লক তৃণমূলের সভাপতি বামদেব মন্ডল তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, গত বিধানসভা নির্বাচনের সময় সিপিএম থেকে যারা বিজেপি তে চলে গিয়েছিল তাদের অনেকেই আবার সিপিএমে ফিরে এসেছে। এসেই টিকিটের দাবি করেছিল। টিকিট না পেয়ে নিজেদের মধ্যেই চরম গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়। এদিনের ঘটনা গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এর সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই। আবার বহিরাগত তত্বেরও কোন ভিত্তি নেই।

আরো পড়ুন