রাজনীতি

প্রাক্তন উপ প্রধানের বাড়ি থেকে উদ্ধার বোমা, বন্দুক, গ্রেপ্তার, আলোড়ন

ফোকাস বেঙ্গল ডেস্ক,মঙ্গলকোট: গোপন সূত্রে খবর পেয়ে রবিবার মঙ্গলকোটের ঝিলু দু’নম্বর পঞ্চায়েতের প্রাক্তন উপ প্রধান জিয়াবুর রহমানের বাড়ি থেকে প্রচুর পরিমাণ বোমা উদ্ধার করল পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। গতকাল পুলিশ অভিযুক্ত কে গ্রেফতার করে। সোমবার তাকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হয়।

জিয়াবুর রহমান ঝিলু ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপ প্রধান। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ও বোম মজুদ ও বিক্রির অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের বাড়ি থেকে ৪৫টা সুতলি বোম,ওয়ান সাটার উদ্ধার হয়েছে। এদিন আদালতে পেশ করে ধৃতকে ৫দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ।

Recent Posts