পশ্চিমবঙ্গ

ভর সন্ধ্যায় ইটভাটার মালিককে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য কেতুগ্রামে

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক, কেতুগ্রাম: রবিবার ভর সন্ধ্যায় গুলি করে খুন করা হল এক ইট ভাটার মালিককে। ঘটনাটি ঘটেছে কেতুগ্রামের রাজুর গ্রামে। মৃতের নাম বটুক মির্জা( ৫৫)। প্রাথমিকভাবে জানা গেছে, ইটভাটায় ঢুকে দুষ্কৃতীরা বটুক মির্জা কে লক্ষ্য করে গুলি চালায়। বুকের ডানদিকে গুলি লাগে তার।

বিজ্ঞাপন

রক্তাক্ত অবস্থায় সঙ্গে সঙ্গে তাকে বীরভূমের সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শ্যুট আউটের ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। গোটা ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিস্তারিত আসছে …..

বিজ্ঞাপন

Advertisement