ফোকাস বেঙ্গল ডেস্ক, মেমারী: ১২তম ন্যাশনাল দাবা অ্যামেচার চ্যাম্পিয়নশিপ ২০২৫, আন্ডার ২৩০০মহিলা বিভাগে চ্যাম্পিয়ন পূর্ব বর্ধমানের মেমারির বৃষ্টি মুখার্জী। গোটা দেশজুড়ে মোট ৬ টি বিভাগে ৪৬৬ জন মহিলা ও পুরুষ দাবারু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। যার মধ্যে মহিলাদের আন্ডার ২৩০০ বিভাগে চ্যাম্পিয়ন হয় বৃষ্টি মুখার্জি। বৃষ্টির এই সাফল্যে খুশি তার পরিবারের লোকজন থেকে প্রতিবেশী, পরিচিতরা।

সাড়ে ৫ বছর বয়স থেকেই দাবা খেলা শুরু করে পূর্ব বর্ধমানের মেমারীর বাসিন্দা বৃষ্টি। এর আগেও একাধিকবার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, ১৩ বার স্টেট চ্যাম্পিয়ন, ২ বার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে বৃষ্টি। আগামী দিনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে বৃষ্টি। এদিন বৃষ্টি অভিমানের সুরে বলে, “এত ভালো খেলে চ্যাম্পিয়ন হয়েও যোগ্য সম্মান সে পাচ্ছেনা, যেটা অন্যান্য রাজ্যের দাবারুরা পেয়ে থাকে। তারপর আক্ষেপ, অন্যান্য রাজ্যের কোন দাবারু তার লেভেলে চ্যাম্পিয়ন হয়ে ফিরলে সেখানকার মুখ্যমন্ত্রী তার সাথে দেখা করেন বা অনেক হেল্প করেন। কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাকে অন্তত ধন্যবাদটুকু জানান না, যা সত্যি অনেক কষ্টের। ক্রিকেট, ফুটবল বা অন্য কোন খেলা নিয়ে যতটা উন্মাদনা দেখা যায় দাবা নিয়ে ততটা উন্মাদনা নেই বাংলায়।”
প্রসঙ্গত দাবা টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বিভিন্ন সময় বিভিন্ন দেশে যেতে হয় বৃষ্টিকে, বিগত দিনে জেলা প্রশাসন অনেকে সাহায্য করলেও বর্তমানে আর সেইরকম সাহায্য পাচ্ছে না সে। বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করার আগে আর্থিকভাবে দুশ্চিন্তায় ভুগতে হয় তাকে, যার জন্য মানসিকভাবে অনেক সময় ভেঙে পড়ে বৃষ্টি। বৃষ্টির মা অপরূপা মুখার্জি জানান, “আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করি বৃষ্টির জন্য। যাতে ও ভালো পর্যায়ে পৌঁছাতে পারে। বৃষ্টির চ্যাম্পিয়ন হয়ে মুখ উজ্জ্বল করেছে বাংলার তাই বাংলার মুখ্যমন্ত্রী যদি বৃষ্টির দিকে দৃষ্টিপাত করেন আমরা কৃতজ্ঞ হব।” পাশাপাশি প্রশাসনিক স্তরের যারা রয়েছেন তারাও যদি বৃষ্টি পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে দেশের নাম উজ্জ্বল করার লক্ষ্যে বৃষ্টি আরও সাহস জুগিয়ে উঠতে পারবে বলেই মনে করেন অপরূপা দেবী।