ঠাকুর পুজোকে কেন্দ্র করে বিবাদ, বৌমার গলায় ধারালো অস্ত্রের কোপ ভাসুরের, চাঞ্চল্য

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: বাড়ির ঠাকুর ঘরে ফুল,জল দেওয়া কে কেন্দ্র করে বড় ভাসুরের সঙ্গে বৌমার বিবাদ। আর তারই জেরে বৌমার গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে ভাসুর সত্যচরণ কর্মকারের বিরুদ্ধে। মারাত্মক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মেমারি থানার আমাদপুরের বিজরা গ্রামের বারোয়ারী তলায়। ঘটনার পরই পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে বৌমা রমা কর্মকার কে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে মেমারি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে দেন। ঘটনার পরই পলাতক অভিযুক্ত ভাসুর সত্যচরণ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ। 

বিজ্ঞাপন

জখম রমা কর্মকারের মেজ জা চম্পা কর্মকার বলেন, “বাড়িতে ঠাকুর ঘরে ফুল জল দেওয়াকে কেন্দ্র করে বড় ভাসুর সত্যচরণ কর্মকারের সঙ্গে বিবাদ হয় বৌমা রমার। বড় ভাসুর আগে পুজো করে বেরোনোর পর ফের বৌমা পুজো করতে ঢুকলে আপত্তি জনার ভাসুর। আর সেই নিয়েই দুজনের মধ্যে শুরু হয় তর্কাতর্কি। সেই বিবাদের জেরেই বড় ভাসুর ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রমা। আওয়াজ শুনে ছুটে আসেন অনেকে। তড়িঘড়ি বৌমা কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও ছড়িয়েছে মেমারির বিজরা এলাকায়।

আরো পড়ুন