ক্রাইম

দাদার হাতে ভাই খুন, গ্রেপ্তার দাদা, চাঞ্চল্য এলাকায়

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: পারিবারিক অশান্তির জেরে নেশাগ্রস্থ দাদার হাতে নৃশংসভাবে খুন হতে হল মানসিক অবসাদগ্রস্থ ছোট ভাইকে। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে মেমারি থানার বোহার এলাকায়। বুধবার গভীর রাতে এই ঘটনার পর থেকেই খুনে অভিযুক্ত জগাই প্রামানিক গা ঢাকা দিলেও বৃহস্পতিবার দুপুরে মেমারি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। শুক্রবার অভিযুক্ত ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হবে বলে পুলিশ জানিয়েছে। মৃতের নাম মাধাই প্রামানিক (৩৬)। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, পরিবারের ছোট ছেলে মাধাই বাবা মায়ের সঙ্গে থাকত। দাদা জগাই প্রামানিক পরিবার নিয়ে আলাদা থাকত। সে লরির খালাসির কাজ করত। বুধবার কাজ থেকে বাড়ি ফেরার পর বৌয়ের সঙ্গে সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া হয় তার। পাশের ঘরে ছিলেন বাবা উদয় প্রামানিক। তিনি বড় ছেলে ও বৌমার অশান্তি নিয়ে কথা বলতে গেলে তাঁকে মারধর শুরু করে বড় ছেলে জগাই। বাবাকে মারধর করছে দেখে দাদাকে বাধা দিতে গেলে মাধাইকেও মারধর করে বলে অভিযোগ। এরপরই জগাইকে আর বাড়িতে দেখা যায়নি বলে জানিয়েছে পরিবারের লোকজন। রাতে মাধাই ঘরের বাইরে বাথরুম করতে গেলে জগাই তাকে খুন করে বলে অভিযোগ।

ছোট ছেলের চিৎকারের আওয়াজ পেয়ে সেই সময় ঘরের বাইরে বেরিয়ে আসেন উদয়বাবু। রক্তাক্ত অবস্থায় ছোট ছেলে কে বাড়ির উঠোনে পরে থাকতে দেখেন তিনি। প্রতিবেশীদের ডেকে তাড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারাই। আর এই ঘটনার পর থেকেই বাড়িতে পাওয়া যায়নি বড় ছেলে জগাই প্রামানিক কে বলে অভিযোগ। মৃতের বাবা উদয় প্রামানিক বলেন, ” আমার জমি, পুকুর, বসত বাড়ি সহ অন্যান্য সম্পত্তি রয়েছে। ছোট ছেলে বাড়িতেই থাকত। কয়েক বছর আগে তার বিয়ে হয়েছিল। তারপর বৌ তাকে ছেড়ে চলে যায়। তারপর থেকেই মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়ে পরে সে। বড় ছেলে পরিবার নিয়ে আলাদা থাকে। তার দুই মেয়ে এক ছেলে রয়েছে। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে।

প্রায়ই তাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হত। বুধবার রাতেও নিজেদের মধ্যে ঝগড়া করছিল তারা। ছেলেকে বুঝিয়ে ঝগড়া থামাতে গেলে আমাকে মারধর করে। ছোট ছেলে বাধা দিলে তার সঙ্গেও বচসা হয়। এরপর আমরা শুয়ে পরি। ঘটনার পর থেকে বাড়ির আশেপাশেই কোথাও লুকিয়ে ছিল জগাই বলে অনুমান। রাতে ছোট ছেলে বাড়ির বাইরে বের হলে ভাইয়ের প্রতি রাগে তাঁকে খুন করে থাকতে পারে বড় ছেলে।” মেমারি থানার অধীনে সাতগাছিয়া ফাঁড়ির পুলিশ ঘটনার খবর পেয়ে রাতেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে। বৃহস্পতিবার দুপুরে জগাই প্রামাণিক কে গ্রেপ্তার করে পুলিশ।

Recent Posts