---Advertisement---

অভিনব উদ্যোগ, বর্ধমান বইমেলায় স্কুলের লাইব্রেরির জন্য বই কিনলে মিলবে আকর্ষণীয় ছাড়

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান অভিযান গোষ্ঠি আয়োজিত ৪৭তম বর্ধমান বইমেলা শুরু হচ্ছে ১০ জানুয়ারি থেকে বর্ধমান উৎসব ময়দানে। এই বইমেলাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশন বই পড়া ও স্কুল লাইব্রেরি সমৃদ্ধ করার লক্ষ্যে একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। বেসরকারী ব্যাতিত রাজ্যের যে কোনো প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলির ন্যূনতম ২০ জন ছাত্রছাত্রী এবং একজন শিক্ষক মেলায় এসে স্কুলের লাইব্রেরির জন্য বই কিনলে, মোট খরচের উপর ২৫% অতিরিক্ত ভর্তুকি দেওয়া হবে, যা সর্বাধিক ১,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

বিজ্ঞাপন

ছাত্রছাত্রীরা ব্যক্তিগতভাবে বই কিনলে, ২৫% অতিরিক্ত ভর্তুকি পাবে, যা মাথাপিছু সর্বাধিক ৫০ টাকা পর্যন্ত হতে পারে, স্টলে প্রদেয় ছাড়ের পর এই ভর্তুকি মিলবে। এই প্রকল্পকে উৎসাহ দিতে এর আওতায় অংশগ্রহণকারী শিক্ষক ও ছাত্রছাত্রীদের মেলায় প্রবেশ মূল্যে সম্পূর্ণ মুকুব করার ব্যবস্থাও হয়েছে বলে জানান মেলার অন্যতম আয়োজক নিরুপম চৌধুরী । স্কুল কর্তৃপক্ষ বই কেনার পর মেলার মাঠে স্টার্ট আপ ফাউন্ডেশনের প্রতিনিধির হাতে বিল জমা দিলে, ভর্তুকি অর্থ সরাসরি স্কুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তৎক্ষণাৎ প্রদান করা হবে বলে জানান সংস্থার মুখ্য কার্যনিবাহি কর্তা সন্দীপন সরকার।

তিনি বলেন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিল জমা দেওয়ার পর নগদে ভর্তুকি প্রদান করা হবে সঙ্গে সঙ্গে। সাহিত্য শিক্ষামূলক সহ সকল নতুন এবং পুরানো বই কেনা যাবে এই প্রকল্পের অধীনে। এই সুবিধা পাওয়ার জন্য স্কুলগুলোকে শুধুমাত্র ১১ এবং ১২ জানুয়ারি ২০২৫, দুপুর ১টা থেকে ৩টের মধ্যে বর্ধমান বইমেলার মাঠে উপস্থিত হতে হবে।

স্কুল কর্তৃপক্ষকে স্টার্ট আপ ফাউন্ডেশনের প্রকল্প আধিকারিকের কাছে আবেদন জমা দিয়ে এহেন সুবিধা নিতে হবে। এই প্রকল্প কার্যকর করতে সংস্থার এক প্রতিনিধি মেলার মাঠে উপস্থিত থাকবেন, যার সহায়তা ফোন নং ৮২৫০৯৮৭০৭০। সন্দীপন এও বলেন যে এটি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য একটি উল্লেখযোগ্য সুযোগ, যা বিদ্যালয় স্তরে বই পড়ার সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

See also  সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ বাংলার এক অপূরণীয় ক্ষতি, শোকস্তব্ধ বর্ধমানবাসী
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---