---Advertisement---

রামনবমীর কর্মসূচি ঘিরে সরগরম বর্ধমান, ব্যাপক পুলিশি আয়োজন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমান: কেন রাম নবমী পালিত হয়? রাম নবমীকে পাঁচটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় – কারণ এটি হিন্দু দেবতা, ভগবান রাম, রাজা দশরথের পুত্র এবং অযোধ্যায় রানী কৌশল্যার জন্মবার্ষিকীকে চিহ্নিত করে। ভগবান রামকে হিন্দু ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হিসাবে বিবেচনা করা হয়।

বিজ্ঞাপন

আর সেই রামনবমী উপলক্ষে সরগরম বর্ধমান। ভগবান রামের জন্মতিথি পালন কে সামনে রেখে এই বিশেষ দিন এখন কার্যত শাসক ও বিরোধী দলের ক্ষমতা প্রদর্শনের একটি মাধ্যম হয়ে উঠেছে বলে মত প্রকাশ করেছে ওয়াকিবহাল মহল। স্বাভাবিকভাবেই আইনশৃঙ্খলা রক্ষায় এবং যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। শনিবার শহরের একাধিক রাস্তায় রীতিমত রুট মার্চ করেছেন খোদ জেলা পুলিশ সুপার সায়ক দাস। স্বাভাবিকভাবেই আগামীকাল অর্থাৎ রবিবার রামনবমী উপলক্ষে শহরের নিরাপত্তা ব্যবস্থা যে আঁটোসাঁটো ও জোরদার করা হচ্ছে সে ব্যাপারে শহরবাসী একপ্রকার নিশ্চিত।

সূত্রের খবর, কেবলমাত্র বর্ধমান পুরসভা এলাকাতেই প্রায় ২৬টি রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বের করার জন্য পুলিশের কাছে আবেদন জমা পড়েছে। তারমধ্যে ২৪ টির অনুমোদন রয়েছে। এই গুলোর মধ্যে বিশেষভাবে নজর রয়েছে শহরের ১২,১৩ ও ১৪ নম্বর ওয়ার্ড কে নিয়ে আয়োজন করা রামনবমীর কর্মসূচি ঘিরে। পরিচালনায় থাকছে নীলপুর রামনবমী উদযাপন কমিটি। এই শোভাযাত্রায় উপস্থিত থাকবেন খোদ বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এছাড়াও ওয়ার্ড গুলির কাউন্সিলর সহ তৃণমূল কংগ্রেসের প্রচুর নেতা, কর্মী, সমর্থকদের উপস্থিতি তো থাকছেই বলে কমিটির পক্ষ থেকে জানা গেছে।

প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনে শহরের এই এলাকার একাধিক ওয়ার্ডে শাসক দল কার্যত বিজেপির থেকে প্রচুর ভোটে পিছিয়ে ছিলো। ১২নম্বর ওয়ার্ডের বিজেপি ১৯৭৮ টি ভোটে তৃণমূলের থেকে বেশি ভোট পেয়েছিলেন। ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি তৃণমূলের থেকে প্রায় ৮০০ ভোট বেশি পেয়েছিলেন। যদিও ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে ৫০০ ভোট বেশি পেয়েছিলো। আর শহরের এই বিজেপি সমর্থক অধ্যুষিত এলাকায় শাসক দলের রামনবমী উপলক্ষে কর্মসূচিতে অংশগ্রহণের বহর দেখে রাজনৈতিক মহলের মত, এটা আগামী বিধানসভা নির্বাচনের আগে শাসকদলের ক্ষমতা প্রদর্শনের মাস্টার স্ট্রোক! রামনবমীর কর্মসূচিকে একপ্রকার ’হাইজ্যাক ’ করে বিরোধী শিবিরের ভোট ব্যাঙ্কে ধ্বস নামানোর জন্যই এই পরিকল্পনা শাসক শিবিরের বলেই মত প্রকাশ করেছেন অনেকেই।

See also  ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমানের ৯টি পুজোর উদ্বোধন করলেন

যদিও খোদ বিধায়ক খোকন দাস সকলের সঙ্গে বৈঠক করে ঐক্যের বার্তা দিয়েছেন। ভগবান রামের পূজার্চনা নিয়ে কোনরকম রাজনীতির জায়গা নেই বলেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি। আর সেক্ষেত্রে স্থানীয় তিনটি ওয়ার্ডের নেতৃত্বের পাশাপাশি অনন্ত মন্ডল, পলাশ দাস, পরিতোষ চক্রবর্তী(ঝন্টু), কালু দাস সহ একাধিক নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করেছেন বিধায়ক। এরই পাশাপাশি একসময়ের এই এলাকার বিজেপির দোর্দণ্ডপ্রতাপ নেতা, বর্তমানে বিধায়কের ছায়াসঙ্গী শ্যামল রায় আগামীকালের রামনবমী উপলক্ষে কর্মসূচিতে উল্লেখযোগ্য ভাবে উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। অন্যদিকে শহরের সমস্ত শোভাযাত্রা ও রামনবমীর কর্মসূচিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবরকম প্রস্তুতি সম্পূর্ণ বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---