জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় বাংলার হয়ে তিনটি সোনা সহ ১২টি পদক জয় বর্ধমানের প্রতিযোগীদের

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমান: ২১তম অল ইন্ডিয়া ইন্টারস্কুল ও সিনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ফেডারেশন কাপ – ২০২৩ প্রতিযোগিতায় দেশের ১৫০০ জন প্রতিযোগীর মধ্যে পূর্ব বর্ধমানের ৭ জন প্রতিযোগী ১২ টি পদক জিতে নিলো। তার মধ্যে রয়েছে ৩ টি সোনা, ৪ টি রুপো এবং ৫ টি ব্রোঞ্জ পদক।

বিজ্ঞাপন

পদক জয়ী প্রতিযোগীরা হল, শ্রেয়সী ঘোষ (সোনা – কাতা ও সোনা – কুমিতে ), মেঘনা রায় ( সোনা – কাতা ও রুপো – কুমিতে ), লগ্নজিতা খাঁ ( রুপো – কাতা  ও  রুপো – কুমিতে ), অহর্ষি মুখার্জি ( রুপো – কাতা ও ব্রোঞ্জ – কুমিতে), চন্দ্রিমা চক্রবর্তী ( ব্রোঞ্জ – কাতা ও ব্রোঞ্জ – কুমিতে), সম্বুদ্ধা বাগচি ( ব্রোঞ্জ – কাতা ) এবং চৈতালি গুইন ( ব্রোঞ্জ – কাতা)।

ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিৎ সেনের উদ্যোগে এবং অল ইন্ডিয়া সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে ফেডারেশনের উদ্যোগে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের স্বর্ণ ভারতী ইনডোর স্টেডিয়ামে গত ২৩ – ২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখে এই জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সারা ভারত থেকে প্রায় ১৫০০ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

দ্য মার্শাল আর্টস একাডেমী, বর্ধমানের চিফ কোচ রেনসি দেবাশিস কুমার মন্ডল জানিয়েছেন, এই প্রতিযোগিতায় সংস্থা থেকে মোট ৭ জন ক্যারাটেকা পশ্চিমবঙ্গের হয়ে অংশগ্রহণ করে। এরা সকলেই পূর্ব বর্ধমানের বাসিন্দা। এদের সম্মিলিত প্রয়াসে এই প্রতিযোগিতা থেকে খেলোয়াড়রা মোট ১২ টি পদক ( ৩ টি সোনা, ৪ টি রুপো এবং ৫ টি ব্রোঞ্জ) জয়লাভ করেছে। দেবাশিস বাবু আরও জানান যে, জাতীয় স্তরের প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার প্রতিযোগীদের এই পদক জয়ের খবরে সকলে খুব আনন্দিত ও গর্বিত।

আরো পড়ুন