---Advertisement---

উৎসব আবহে দায়িত্বপূর্ণ কাজের জন্য বর্ধমান জেলা পুলিশ পুরস্কৃত করল গ্রিন ও সিভিক ভলেন্টিয়ারদের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: দুর্গাপুজোর দিনগুলোতে এবং কার্নিভালের দিন অগুণিত গাড়ির যাতায়াত ও রাস্তায় মানুষের ভির সামলে নির্ঝঞ্ঝাট ট্র্যাফিক পরিষেবা দেওয়ার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে বর্ধমানের মোট ২৩জন বর্ধমান পুরসভার গ্রিন ভলেন্টিয়ার ও ২জন সিভিক ভলেন্টিয়ার কে পুরস্কৃত করা হল। বুধবার জেলা পুলিশ সুপারের অফিসে সকলের হাতে ভাল কাজের স্বীকৃতি হিসেবে শংসাপত্র ও প্রত্যেককে পাঁচশ টাকা করে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার কামনাশিষ সেন।

বিজ্ঞাপন

স্বাভাবিকভাবেই পুজোর দিনগুলোতে অত্যাধিক চাপের মধ্যেই কর্তব্য করে মানুষকে সঠিক পরিষেবা দিতে পারায় এবং কাজের স্বীকৃতি স্বরূপ খোদ পুলিশ সুপারের কাছ থেকে প্রশংসা পাওয়ায় খুশি সকলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোলাপবাগ সাব ট্র্যাফিক অফিসের ১০জন ও বিরহাটা সাব ট্র্যাফিক অফিসের ১৫জন কে এই পুরস্কার দেওয়া হয়েছে।

পুলিশ সুপার কমনাশিস সেন বলেন,” দুর্গা পুজো একটা বিরাট উৎসব। লক্ষাধিক মানুষ রাস্তায় প্রতিমা দর্শন করতে প্রতিদিন বেড়িয়েছেন। শহরের বাইরে থেকেও প্রচুর মানুষ শহরে এসেছেন। স্বাভাবিকভাবেই গত দুবছরের তুলনায় এবছর রাস্তায় অনেক বেশি ভিড় ছিল। কিন্তু আমাদের গ্রিন ভলেন্টিয়ার ও সিভিক দের কড়া নজরদারি এবং পরিশ্রমের কারণে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যানজট মুক্ত ট্র্যাফিক পরিষেবা উপহার পেয়েছেন দর্শনার্থীরা। নিজেদের কাজের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্যই সকলকে পুরস্কৃত করেছি। এই পুরস্কার আগামীদিনেও বিভিন্ন বড় উৎসব ও কর্মসূচিতে ভালো কাজ করার ইচ্ছা যোগাবে সকলকে।”

গোলাপবাগ ট্র্যাফিক কন্ট্রোল রুমের গ্রিন ভলেন্টিয়ার ইবাদত হোসেন শেখ বলেন,” এই স্বীকৃতি প্রতিদিনের কর্তব্যে তাকে অনুপ্রেরণা যোগাবে। “

See also  দুর্গা পুজোর সময় মাকড়সা কে তাড়াতে বা মারতে নেই, কেন জানেন?
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---