---Advertisement---

মাদকমুক্ত শহর গড়ার লক্ষ্যে বর্ধমান জেলা পুলিশের অভিযান, গ্রেপ্তার তিন, উদ্ধার ৪১কেজি গাঁজা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান শহরের আনাচে কানাচে বিক্রি হচ্ছে গাঁজা, হেরোইনের মতো মাদক দ্রব্য – এমনই অভিযোগ বারবার বিভিন্ন মহল থেকে উঠে আসছিল। সম্প্রতি এই মাদক কারবার বন্ধে বর্ধমান জেলা পুলিশ তৎপর হয়। জেলা পুলিশের একটি বিশেষ টিম গত কয়েকদিন ধরে শহরের মাদক কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পর্কে খোঁজ খবর নেওয়ার পরই মঙ্গলবার গভীর রাত থেকে অভিযানে নামে। শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে বুধবার বিকেল পর্যন্ত একজন পুরুষ ও দুজন মহিলা সহ তিনজন গাঁজা কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানা ও জেলা পুলিশের একটি স্পেশাল টিম।

বিজ্ঞাপন

ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪১কেজি ২৫০গ্রাম নিষিদ্ধ গাঁজা। একই সাথে ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১লক্ষ ৬০হাজার ৪৪৪টাকা। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল বিজয় দাস ওরফে বুলেট ওরফে রাজা (২৪ বছর), মনা দাস ও গীতা পাসোয়ান। এদের সকলের বাড়ি বর্ধমান শহরের ১নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর মাঠ এলাকায়। বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এখনও বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খুব শিঘ্রই আরো কয়েকজন মাদক কারবারি কে গ্রেপ্তার করা হবে। বর্ধমান শহরে মাদক কারবার কে নিকেশ করার লক্ষ্যেই জেলা পুলিশ কাজ শুরু করেছে।

See also  বর্ধমানে ৭ এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি সহ পুলিশের জালে এক অস্ত্র কারবারি
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---