---Advertisement---

‘বর্ধমান দুর্গা সম্মান – ২৩’ এর পুরস্কার কারা পেলেন, দেখে নিন একনজরে

Souris Dey

Published

সৌরীশ দে, বর্ধমান: মহা ষষ্ঠীতে বিচার পর্বের পালা শেষ করে মহা সপ্তমীর সন্ধ্যায় ‘ হরিবংশ – বর্ধমান দুর্গা সম্মান – ২০২৩’ এর বড়শুল ও বর্ধমানের পুজো কমিটিগুলোর মধ্যে আটটি বিভাগের শ্রেষ্ঠ পুজো গুলোকে পুরস্কৃত করা হল ফোকাস বেঙ্গল এর পক্ষ থেকে।

বিজ্ঞাপন

শ্রেষ্ট প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা, পরিবেশ, ব্যবস্থাপনা, ভাবনা, শিল্পী ও সার্বিকভাবে সেরার সেরা পুজো –  এই আটটি বিভাগের সেরাদের বেছে নিতে শক্তিশালী বিচারক মন্ডলীর টিম মহা ষষ্ঠীর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঘুরেছিলেন একের পর এক পুজো মণ্ডপে। পরের দিন অর্থাৎ মহা সপ্তমীর সকালেই উদ্যোক্তা ফোকাস বেঙ্গল এর কাছে এসে পৌঁছায় ‘বর্ধমান দুর্গা সম্মান – ২০২৩’ এর সেরা আটটি বিভাগের সম্মান প্রাপক পুজো কমিটির নাম।

সম্মানীয় বিচারকদের বিচারে এইবছর ‘হরিবংশ – বর্ধমান দুর্গা সম্মান – ২০২৩’ এর সেরার সেরা পুজোর সম্মান ছিনিয়ে নিয়েছে আলমগঞ্জ বারোয়ারী। পাশাপাশি শ্রেষ্ট মণ্ডপের পুরস্কার পেয়েছে বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনির পুজো। এই বছর তাদের মণ্ডপ তৈরি হয়েছে রমেশ্বশরম মন্দিরের আদলে। শ্রেষ্ঠ প্রতিমা বিভাগে বিগত কয়েকবছরের প্রথা অব্যাহত রেখে এই সম্মান নিজেদের দখলে রেখেছে তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ।

অন্যদিকে আলোকসজ্জায় এবছর লাল্টু স্মৃতি সংঘ দর্শনার্থীদের মন জয় করেছে। শিশু থেকে বৃদ্ধ সকলের মনোরঞ্জনের উপযুক্ত বিভিন্ন আলোকসজ্জা মণ্ডপ কে ঘিরে সজ্জিত করা হয়েছে। বিচারক মন্ডলী লাল্টু স্মৃতি সংঘের পুজো কে শ্রেষ্ঠ আলোকসজ্জার সম্মান এ ভূষিত করেছেন।

থিম অর্থাৎ ভাবনা এখন পুজোর এবং দর্শনার্থীদের ভালোলাগার সঙ্গে অঙ্গাঅঙ্গী ভাবে যুক্ত। স্বাভাবিকভাবেই এই বিভাগ নিয়ে বিচারকদের আলাদাই মনঃসংযোগ ছিল। একাধিক আকর্ষণীয়, উন্নতমানের ভাবনার মেলবন্ধনে পুজোর মাঝে শাঁখারীপুকুর বিবেকানন্দ সেবক সংঘের এবছরের পুজোর থিম ‘ কাঁটাতার ‘ শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিয়েছে।

পাশাপাশি শ্রেষ্ঠ পরিবেশের সম্মান তুলে দেওয়া হয়েছে ইছলাবাদ ইয়ুথ ক্লাব কর্তৃপক্ষের হাতে। সেরা ব্যবস্থাপনার পুরস্কার জিতে নিয়েছে ময়ূর মহল মাতৃ সংঘ পুজো কমিটি।

See also  নিম্নচাপের অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে দক্ষিণ দামোদর এলাকার কৃষকরা

অন্যদিকে ফোকাস বেঙ্গল প্রতিবছর একজন করে শিল্পী কে সম্মাননা প্রদান করে আসছে। কারণ পুজো মানেই থিমের চমক। আবার অনেকেই প্রতিমা তৈরির ক্ষেত্রেও অভিনবত্ব আনছে প্রতিবছর।

সুতরাং একদিকে মণ্ডপ তৈরির ভাবনা, অন্যদিকে প্রতিমার অভিনবত্ব – এই দুই এর সৃষ্টিকর্তা কে ফোকাস বেঙ্গল প্রতিবছর সম্মান জানায়। এবছর সেরা শিল্পীর সম্মান তুলে দেওয়া হয়েছে ঘোরদৌড় চটি সর্বজনীন পুজোর শিল্পী সুবল পাল কে।

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---