সৌরীশ দে, বর্ধমান: মহা ষষ্ঠীতে বিচার পর্বের পালা শেষ করে মহা সপ্তমীর সন্ধ্যায় ‘ হরিবংশ – বর্ধমান দুর্গা সম্মান – ২০২৩’ এর বড়শুল ও বর্ধমানের পুজো কমিটিগুলোর মধ্যে আটটি বিভাগের শ্রেষ্ঠ পুজো গুলোকে পুরস্কৃত করা হল ফোকাস বেঙ্গল এর পক্ষ থেকে।
সম্মানীয় বিচারকদের বিচারে এইবছর ‘হরিবংশ – বর্ধমান দুর্গা সম্মান – ২০২৩’ এর সেরার সেরা পুজোর সম্মান ছিনিয়ে নিয়েছে আলমগঞ্জ বারোয়ারী। পাশাপাশি শ্রেষ্ট মণ্ডপের পুরস্কার পেয়েছে বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনির পুজো। এই বছর তাদের মণ্ডপ তৈরি হয়েছে রমেশ্বশরম মন্দিরের আদলে। শ্রেষ্ঠ প্রতিমা বিভাগে বিগত কয়েকবছরের প্রথা অব্যাহত রেখে এই সম্মান নিজেদের দখলে রেখেছে তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ।
থিম অর্থাৎ ভাবনা এখন পুজোর এবং দর্শনার্থীদের ভালোলাগার সঙ্গে অঙ্গাঅঙ্গী ভাবে যুক্ত। স্বাভাবিকভাবেই এই বিভাগ নিয়ে বিচারকদের আলাদাই মনঃসংযোগ ছিল। একাধিক আকর্ষণীয়, উন্নতমানের ভাবনার মেলবন্ধনে পুজোর মাঝে শাঁখারীপুকুর বিবেকানন্দ সেবক সংঘের এবছরের পুজোর থিম ‘ কাঁটাতার ‘ শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিয়েছে।
পাশাপাশি শ্রেষ্ঠ পরিবেশের সম্মান তুলে দেওয়া হয়েছে ইছলাবাদ ইয়ুথ ক্লাব কর্তৃপক্ষের হাতে। সেরা ব্যবস্থাপনার পুরস্কার জিতে নিয়েছে ময়ূর মহল মাতৃ সংঘ পুজো কমিটি।