শিশুর খাদ্যনালির জটিল অস্ত্রোপচারে ফের সাফল্য বর্ধমান মেডিক্যালের

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: শিশুর খাদ্যনালির জটিল অস্ত্রোপচারে ফের সাফল্যের নজির সৃষ্টি করল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের শল্য চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে কাটোয়া মহকুমা হাসপাতাল থেকে রেফার হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তীব্র শ্বাসকষ্ট নিয়ে ভর্তি করা হয় একটি শিশুকে। অক্সিজেনের স্যাচুরেশন লেভেল ৬০ শতাংশে নেমে গিয়েছিল। হাসপাতালের নাক, কান, গলা (ইএনটি) বিভাগের চিকিৎসক ঋতম রায় জানান, শিশুটির অবস্থা দেখে দ্রুত তার শারীরিক পরীক্ষার করানোর ব্যবস্থা করা হয়। সেখানে এন্ডোস্কোপি করে ‘ ফরেন বডি’ অর্থাৎ প্লাস্টিকের খেলনা ব্যাঙের পায়ের একটা অংশ আটকে থাকার বিষয় নিশ্চিত হওয়া যায়। বস্তুটি শিশুটির শ্বাসনালী ও খাদ্যনালীর মুখে আটকে থাকায় শ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি হয়েছিল।

বিজ্ঞাপন

দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন মনে করে দেরি না করে মাঝরাতেই ইএনটি বিভাগের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। প্রস্তুত রাখা হয় আই সি ইউ কেও। ঋতম রায়, অসীম সরকার, শাশ্বত সরকার, রিয়া সিনহা সহ ছয় শল্য চিকিৎসকের টিম গড়া হয়। অ্যানাস্থেটিকস তীর্থাশিস মণ্ডল এবং শিশু বিভাগের চিকিৎসক টিএন ঘোষ ও তাঁর পুরো টিমের সহায়তা নেওয়া হয়। এরপরই যুদ্ধকালীন তৎপরতায় শিশুটির অস্ত্রোপচার করা হয়।

ঋতম রায় বলেন,’ চিকিৎসা পরিভাষায় এই অস্ত্রোপচারকে ব্রঙ্কোস্কোপি ও অ্যাসোফ্যাগোস্কোপি বলা হয়ে থাকে। বিশেষ পদ্ধতিতে ওই বস্তুটি বের করা হয়েছে। বর্তমানে শিশুটিকে হাসপাতালের ঊর্ধতন ইএনটি বিভাগের শিশু ওয়ার্ডের আইসিইউতে রাখা হয়েছে। ঋতমবাবু শুক্রবার জানান, শিশুটি দ্রুত উন্নতি করছে। পর্যবেক্ষণে রাখা হচ্ছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে ছেড়ে দেওয়া হবে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছরে এখানকার ইএনটি বিভাগে নিয়মিতভাবেই এই ধরনের অস্ত্রোপচার করা হচ্ছে। বহু শিশুর প্রাণ রক্ষা পেয়েছে ব্রঙ্কোস্কোপি সহ অন্যান্য অস্ত্রোপচারের মাধ্যমে। ১৩ মাসের শিশুর ফুসফুস থেকে মোবাইল চার্জারে কর্ডের একাংশ ঢুকে গিয়েছিল। বের করেছিলেন এখানকার চিকিৎসকরা। এছাড়াও দেড় বছরের শিশুর গলা থেকে মাংসের হাড়ের টুকরো, ৫ বছরের শিশুর শ্বাসনালিতে আটকে থাকা হুইশেল (বাঁশি) অস্ত্রোপচার করে বের করে প্রাণ বাঁচান এখানকার চিকিৎসকরা। গত সপ্তাহে একরত্তির‌ ফুসফুসে ইঁদুরের দাঁত ঢুকে গিয়েছিল। ব্রঙ্কোস্কোপি করে বের করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুদের এই ধরনের অস্ত্রোপচারের রাজ্যের মধ্যে নজির গড়েছে বর্ধমান মেডিক্যাল।

আরো পড়ুন