---Advertisement---

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে আগুন আতঙ্ক! সাময়িক হুড়োহুড়ি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বুধবার ভর সন্ধ্যায় আচমকাই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চারতলায় ‘আগুন’ লাগার গুজবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনা কি ঘটেছে বুঝে ওঠার আগেই শিশু বিভাগের ভিতরে ও বাইরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। বেশ কয়েকজন মহিলা তাদের বাচ্চাদের নিয়ে শিশু বিভাগের উপর থেকে নিচে নেমে আসার চেষ্টা করেন। আবার ভিতরের হুড়োহুড়ি দেখে ডিপার্টমেন্টের বাইরে রাস্তায় থাকা আত্মীয় পরিজনেরা ভিড় করেন গেটের সামনে। তবে কি ঘটেছে তা বুঝে উঠতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায় হাসপাতাল কর্তৃপক্ষেরও। যদিও দ্রুত ঘটনার সত্যতা বের করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন আধিকারিকরা।

বিজ্ঞাপন

কি ঘটেছিল এদিন? বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডা: তাপস ঘোষ কে এব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন,” শিশু বিভাগের তিনতলা ও চার তলার মাঝে অক্সিজেন সরবরাহকারী পাইপ লাইনের কোন একটি জায়গায় সামান্য লুজ হয়ে গিয়েছিল। ওই জায়গা দিয়ে গ্যাস লিক করতে শুরু করে। সোঁ সোঁ আওয়াজ শুনে সাময়িক ঘাবড়ে যায় কিছু মানুষ। তবে আমাদের টেকনিশিয়ানরা অতি দ্রুত সবকিছু স্বাভাবিক করে দিয়েছেন। অনেক সময় গ্যাসের প্রেসার বেশি থাকলে এই ধরনের লিকেজ এর ঘটনা ঘটে যায়। আমাদের হাসপাতালে সমস্ত বিভাগে যেকোনো ধরনের আপৎকালীন অবস্থা মোকাবিলা করার প্রযুক্তি মজুদ রয়েছে। “

See also  জেলায় টিনএজ প্রেগনেন্সি বাড়ছে, উদ্বেগ প্রকাশ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---