---Advertisement---

বিরল অস্ত্রোপচারে বর্ধমান মেডিক্যালের সাফল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ফের একবার রাজ্যের মধ্যে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল জটিল অস্ত্রোপচারে সাফল্য অর্জন করলো। একটি ১৮ বছরের যুবতির ‘পেরিটোনিয়াল হাইডাটিডোসিস’ অস্ত্রোপচার করে দুটি পাত্র সিস্ট বের করল বর্ধমান মেডিক্যাল কলেজের শল্য বিভাগের চিকিৎসকরা। এই সংক্রমণজনিত রোগটি লিভার এবং ফুসফুসে হয়ে থাকে। তবে এক্ষেত্রে যুবতির  পেটে এই রোগ টা হয়। যা অত্যন্ত বিরল বলেই মেডিকেল সূত্রে জানানো হয়েছে। পেট থেকে অস্ত্রোপচার করে এই তরল বের করাও ঝুঁকিপূর্ণ। আর সেই অসাধ্য সাধনই করলেন জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা।

বিজ্ঞাপন

বর্ধমান হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, জেলায় এই ধরণের অস্ত্রোপচার এই প্রথম। রাজ্যে হাতেগোনা কয়েকটি এই ধরণের অস্ত্রোপচার হয়েছে। সেই নিরিখে এটা বর্ধমান মেডিক্যাল কলেজের বড় সাফল্য। বর্ধমান হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চলতি মাসে ২ তারিখ বর্ধমান মেডিক্যালে চিকিৎসার জন্য আসেন শহর সংলগ্ন একটি ব্লকের ১৮ বছরের এক যুবতি। উপসর্গ হিসেবে ছিল, দীর্ঘদিন তার খিদে কমে আসছিল। সঙ্গে বেড়ে উঠছিল পেট। পাশাপাশি অস্বাভাবিকভাবে রোগা হয়ে যাচ্ছিল সে। চিকিৎসক যুবতীকে পরীক্ষা করে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

সেখানে ইসিজি করে দেখা যায় সে ‘পেরিটোনিয়াল হাইডাটিডোসিস’ রোগে আক্রান্ত। এই সংক্রমণ ছড়িয়েছে তার পেটে। সেই কারণেই তার পেট ফুলে যাচ্ছে। প্রয়োজন হয় অস্ত্রোপচারের। সেই অনুযায়ী ওই যুবতিকে সমস্ত পরীক্ষা-নিরিক্ষা করা হয় এবং হাসপাতালও অস্ত্রোপচারের প্রস্তুতি শুরু করে। গত বুধবার অনেস্থেসিয়া সহ শল্য বিভাগের প্রায় ১০ জন চিকিৎসক এবং নার্সিং টিম প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় সফলভাবে অস্ত্রোপচার করেন। আপাতত রোগী সুস্থ রয়েছেন।

সোমবার এক সাংবাদিক সম্মেলন করে এই সাফল্য তুলে ধরেন শল্য বিভাগের প্রফেসর এন সি কর্মকারের নেতৃত্বাধীন টিম। তিনি বলেন, “পেটে এই সংক্রমণ বেশ বিরল। পেটের মধ্যে ছোট ছোট বলের মত তরল জমে ছিল।সেগুলিকে স্বাভাবিকভাবে পেট কেটে বের করে আনাটা বেশ চ্যালেঞ্জের ছিল। কারণ, একটি ফেটে গেলেই ওই তরল পেটে মারাত্মক ক্ষতি করতে পারত। কিন্তু আমরা সেই কাজ করেছি। প্রায় দুটি বড় পাত্র ভর্তি এই তরল বের হয়। যা আমাদের কাছে অবাক করার মত।”

See also  গলসিতে বালির গাড়ি চাপা পড়ে মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া হল চেক

প্রফেসর ডাঃ এন সি কর্মকারের নেতৃত্বে একঝাঁক চিকিৎসক এই অস্ত্রোপচারে অংশগ্রহণ করেন। তাঁরা হলেন ডা: পি কে ঘোষ, ডা: এন এস জমাদার, ডা: রিজওয়ান উজ জামান, ডা: কুশল চ্যাটার্জি, ডা: অর্পণ সুব্বা ডা: অনন্যা চৌধুরী, প্রফেসর সুমন্ত ঘোষ মৌলিক, ডাঃ সৌমেন মন্ডল, ডা: বিকাশ বিষয়ী এবং টিম। 

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---