পশ্চিমবঙ্গ

পেশ করা হল বর্ধমান পৌরসভার ২০২৩ – ২৪ সালের বাজেট

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমান: ২০২৩ – ২০২৪ আর্থিক বর্ষের বর্ধমান পৌরসভার আনুমানিক আয় ব্যয়ের হিসেব পেশ করা হল সোমবার। বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, ২০২২সালের ১৬ মার্চ বর্তমান পুর বোর্ড গঠন করা হয়েছিল। অর্থাৎ নতুন বোর্ডের এটাই প্রথম বাজেট। আগামী আর্থিক বর্ষের আনুমানিক মোট বাজেট নির্ধারিত হয়েছে ২৮৩কোটি টাকা।

বিজ্ঞাপন

Advertisement