শিক্ষা

রাজ্যের সেরা স্কুলের তালিকায় বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বছরের সেরা স্কুল মূল্যায়নের নিরিখে স্থান পেল পূর্ব বর্ধমান জেলার একমাত্র স্কুল বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুল। জেলার কয়েকশো স্কুলের মধ্যে বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুল কে অন্যতম সেরা হিসাবে বেছে নেওয়া হয়েছে। রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, ২০২২–২৩ সালের রাজ্যের সেরা স্কুলের তালিকায় স্থান করে নিয়েছে ১৩টি স্কুল।

১৩টি মধ্যে ১১টি শিক্ষাক্ষেত্রে এবং দুটি খেলাধুলার জন্য নির্বাচিত হয়েছে। এর আগে ২০১৮সালেও এই সম্মান অর্জন করেছিল বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুল। রাজ্যের সেরা তালিকায় দ্বিতীয়বার স্থান পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত স্কুলের ছাত্র, অভিভাবক থেকে প্রধান শিক্ষক সহ শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা।

আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী প্রতিটি স্কুল কর্তৃপক্ষের হাতে এই পুরষ্কার তুলে দেবেন। উল্লেখ্য, পূর্ব বর্ধমান জেলার প্রাচীন স্কুলগুলির মধ্যে অন্যতম এই স্কুল। গত শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় রাজ্যের সেরা দশের মধ্যে ছয়জন ছাত্রই ছিল এই স্কুলের। এছাড়া উচ্চমাধ্যমিক পরীক্ষার মেধা তালিকাতেও সেরা পরীক্ষার্থীদের মধ্যে নাম ছিল এই স্কুলের ছাত্রদের। উল্লেখ্য এর আগেও প্রায় প্রতি বছরই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে এই স্কুলের বহু ছাত্র রাজ্য মেধা তালিকায় স্থান করে নিয়েছে।

Recent Posts