---Advertisement---

নেশাখোর দুষ্কৃতীদের উৎপাতে বর্ধমান রেল ওভারব্রীজ ডুবছে অন্ধকারে, ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুরসভার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রবিবার সন্ধ্যা থেকে ফের আলোকোজ্জ্বল হয়ে উঠলো বর্ধমান রেল ওভারব্রিজের অ্যাপ্রোচ রোড। বেশ কিছুদিন ধরে এই অ্যাপ্রোচ রোডের বাতিস্তম্ভ গুলোর আলো জ্বলছিল না। ফলে ব্রিজ থেকে একদিকে দুর্গাপুর অন্যদিকে কালনা, কাটোয়া ও কলকাতার দিকে যাবার রাস্তা গুলো প্রায় অন্ধকার হয়েছিল। খবর প্রকাশ করেছিল ফোকাস বেঙ্গল। কিন্তু এইদিনই সন্ধ্যার পর থেকে নির্দিষ্ট সময়েই ৬টি বাতিস্তম্ভ ছাড়া বাকিগুলোর আলো ফের জ্বলতে শুরু করে।

বিজ্ঞাপন

কেন মাঝে মধ্যেই রেল ওভারব্রীজ থেকে অ্যাপ্রোচ রোডের দুপাশের আলো বন্ধ হয়ে যাচ্ছে, সে ব্যাপারে জানতে যোগাযোগ করা হয় বর্ধমান পুরসভা নিযুক্ত এজেন্সির কর্ণধার তিলক দুবের সঙ্গে। তিনি বলেন,’ স্টেশন এলাকার কিছু নেশাখোর দুষ্কৃতীদের জন্যই বারবার এই আলো বিপর্যয়ের ঘটনা ঘটছে। রাতের দিকে নিজেদের সুবিধার জন্য এইসমস্ত দুষ্কৃতীরা প্রায়ই বাতিস্তম্ভ গুলোর মেশিন বক্স ভেঙ্গে তার ছিঁড়ে আলো বন্ধ করে দিচ্ছে। যাতে অ্যাপ্রোচ রোডের পাশে ফুটপাতে নিশ্চিন্তে বসে নেশা করতে পারে তারা। আলো জ্বালানোর জন্য টাইমার দেওয়ার ব্যবস্থা করা আছে বাতিস্তম্ভ গুলোতে। দুষ্কৃতীরা এই টাইমারও ঘুরিয়ে দিচ্ছে। এমনকি এই দুষ্কৃতীরা বাতিস্তম্ভের নাট বল্টু খুলে নিয়ে চলে যাচ্ছে। ফলে একাধিক বাতিস্তম্ভ বিপজ্জনক ভাবে হেলে রয়েছে।

কয়েকমাস আগে ওভারব্রিজের উপরে ‘আই লাভ বর্ধমান’ লাইটিং বোর্ড লাগানো হয়েছিল। দুষ্কৃতীরা সেটিকেও ভাঙচুর করে। সেই সময় পুরসভার পক্ষ থেকে বর্ধমান থানায় অভিযোগ জানানো হয়। পাশাপাশি রেল ওভারব্রিজের উপর রাতের দিকে টহলদারি বাড়ানোর জন্য বলা হয়। তারপর কিছুদিন পুলিশ টহলদারি শুরু করে। কিন্তু ফের দুষ্কৃতীদের উপদ্রব বেড়েছে। মাঝে মধ্যেই ইলেকট্রিকের তার কেটে দিয়ে আলো বন্ধ করে দিচ্ছে ওভারব্রিজের বাতিস্তম্ভ গুলোর।’

পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার এই প্রসঙ্গে বলেন,’ রেল ওভারব্রিজের উপর আলোর সমস্যা নিয়ে এর আগেও থানায় জানানো হয়েছিল। কিছুদিন যাবৎ আবার তার কেটে দিয়ে আলো বন্ধ করে দিচ্ছে স্থানীয় কিছু দুষ্কৃতী বলে অভিযোগ পেয়েছি। পুলিশ কে বলছি যাতে রাতের দিকে এই এলাকায় টহলদারি বাড়ানো যায় সে ব্যাপারে ব্যবস্থা নিতে।’

See also  কাশ্মীর বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত বর্ধমান জেলার দুই গৃহবধূ, শোকের ছায়া খন্ডঘোষ ও গলসিতে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---