---Advertisement---

বর্ধমান রানীগঞ্জ বাজার বারোয়ারী উৎসব সেবা সমিতির অন্নকূটে মানুষের ঢল

Souris Dey

Published

সৌরীশ দে, বর্ধমান: রানীগঞ্জ বাজার বারোয়ারী উৎসব সেবা সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবছরেও কালী পুজো উপলক্ষে বিশাল অন্নকূট ( মায়ের ভোগ) এর আয়োজন করা হল বর্ধমান শহরের রানীগঞ্জ বাজারে। উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার এলাকায় তিনটি কালী পুজোর আয়োজন করা হয়ে থাকে। এই তিনটি পুজোকে কেন্দ্র করে কালী পুজোর দুদিন পর এই অন্নকূট এর আয়োজন করা হয়। এই এলাকার পুজো প্রায় আড়াইশ বছরের পুরনো হলেও, অন্নকূট এর আয়োজন হয়ে আসছে ৪১ বছর ধরে।

বিজ্ঞাপন

 

এবারেও শহরের প্রায় সাড়ে তিন হাজার মানুষ এই অন্নকূট মায়ের ভোগ খেতে রানীগঞ্জ বাজারে সমাগত হয়েছিলেন মনগলবার দুপুরে। এই অন্নকূট এর বিশেষত্ব হল, এখানে খিচুড়ি খাওয়ানো হয় না, পরিবর্তে ভাত, কলাইয়ের ডাল, আলু পোস্ত সহকারে চাটনি, পায়েস ও একাধিক রকমের মিষ্টি সহযোগে মায়ের ভোগ পরিবেশন করা হয়। তরকারি বাজারের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জুড়ে চেয়ার টেবিলে বসে ভক্তরা এই অন্নকূট এর প্রসাদ গ্রহণ করেন।

See also  ১৬থেকে ২২জানুয়ারী বর্ধমানে মাঘ উৎসব, গোটা জেলা জুড়ে বাড়ছে লোকসঙ্গীতের চর্চা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---