জেলা

ট্রেনে ফেলে যাওয়া যাত্রীর ২লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের নন জুডিসিয়াল স্ট্যাম্প পেপার উদ্ধার করে ফেরত দিলো আরপিএফ

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আরপিএফ বর্ধমান পোস্টের অফিসারদের অনবরত কড়া নজরদারির দৌলতে ট্রেনে ফেলে চলে যাওয়া এক যাত্রীর ২লক্ষ ৫০হাজার টাকা মূল্যের নন জুডিসিয়াল স্ট্যাম্প পেপার ভর্তি ব্যাগ ফিরে পেলেন এক স্ট্যাম্প ভেন্ডার। আরপিএফ বর্ধমান পোস্ট সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪.৪৫ মিনিট নাগাদ হাওড়া থেকে একটি লোকাল ট্রেন (37831 Up) বর্ধমান স্টেশনের ৩নম্বর প্লাটফর্মে পৌঁছানোর পর যাত্রীরা নেমে গেলে আরপিএফ এর নজরদারি টিমের সদস্যদের একটি দল যথারীতি ট্রেনের প্রতিটি কামড়ায় ‘ অপারেশন আমানত ‘ এর অধীনে নজরদারি চালানোর সময় লক্ষ্য করেন একটি কামড়ায় সিটের নিচে একটি কালো ও ধূসর রংয়ের পিঠ ব্যাগ পড়ে রয়েছে।

নজরদারি দলের সদস্যরা ট্রেনের যাত্রীদের অনেককেই জিজ্ঞাসাবাদ করলেও কেউই ব্যাগটির দাবিদার হিসেবে না জানানোয় অফিসারেরা ব্যাগটি উদ্ধার করে আরপিএফ পোস্টে নিয়ে আসে। পরে সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ এক মহিলা যার নাম সোমা চৌধুরী, বাড়ি বর্ধমান শহরের ৭নম্বর ওয়ার্ডের খালুইবিল মাঠ এলাকায় বলে জানায়, তিনি দাবি করেন তাঁর একটি ব্যাগ ট্রেন থেকে নামার সময় তিনি ভুলে ফেলে চলে এসেছেন। যেটাতে ২লক্ষ ৫০হাজার টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্প পেপার সহ একটি স্ট্যাম্প প্যাড ও একটি চার্জার রয়েছে। তিনি অফিসারদের আরো জানান, তিনি মেমারি এডিএসআর (ADSR) ট্রেজারি অফিসের একজন স্ট্যাম্প ভেন্ডার। সোমা দেবী আরো জানান, ট্রেন থেকে তারাতারি নামতে গিয়ে তার ব্যগটির কথা ভুলে যাওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে।

যথারীতি আরপিএফ এর কর্তব্যরত অফিসারেরা সবদিক বিবেচনা করে এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করার পর সোমা চৌধুরীর হাতে তার ফেলে যাওয়া ব্যাগটি ফিরিয়ে দেয়। আরপিএফ সূত্রে জানা গেছে, ব্যাগটিতে স্ট্যাম্প পেপার ছাড়াও একটি স্ট্যাম্প প্যাড ও একটি চার্জার পাওয়া গেছে। যার মূল্য ১০০০টাকা। সোমা দেবী তার ভুলে ফেলে যাওয়া বহু মূল্যবান ব্যাগ ফিরে পেয়ে কার্যত কান্নায় ভেংগে পড়েন অফিসের মধ্যেই। স্বাভাবিক হওয়ার পর তিনি বর্ধমান আরপিএফ পোস্টের অফিসারদের ভুয়সী কৃতজ্ঞতা জানাতে ভোলেননি।

Recent Posts