বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এমএসসির মেরিট লিস্ট নিয়ে দুর্নীতির অভিযোগ, সোরগোল

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৪ শিক্ষাবর্ষে পোস্ট গ্র্যাজুয়েশনের বিজ্ঞান বিভাগে ভর্তির যে তালিকা প্রকাশ করা হয়েছে তা ত্রুটি পূর্ণ বলে উপাচার্যের কাছে অভিযোগ জানালেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুমিত দলুই। এই ঘটনায় সোরগোল পড়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। মেরিট লিস্ট তৈরিতে দুর্নীতির অভিযোগ তুলে ছাত্র নেতা উপাচার্য কে লেখা চিঠি তে জানিয়েছেন, এই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট বিভাগের ফ্যাকাল্টি সায়েন্স শুভপ্রসাদ নন্দী মজুমদার জড়িত।

বিজ্ঞাপন

বহু যোগ্য ছাত্রছাত্রীকে বাদ দিয়ে অযোগ্যদের নাম তোলা হয়েছে লিস্টে। সুমিত দলুই অভিযোগ করেছেন, ফ্যাকাল্টি সায়েন্স শুভপ্রসাদ নন্দী মজুমদার অযোগ্য ছাত্রছাত্রীদের কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সিট বিক্রী করেছেন বলেই তাদের ধারণা। উপাচার্যকে জানানো হয়েছে অবিলম্বে  শুভপ্রসাদ নন্দীমজুমদারের বিরুদ্ধে ব্যবস্থা নেবার পাশাপাশি এই তালিকা বাতিল করে যোগ্যদের নেওয়ার।

যদিও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, যে তালিকা নিয়ে বিতর্ক তৈরী হয়েছে সেটি সম্পুর্ণভাবেই একটি খসড়া তালিকা। চুড়ান্ত তালিকা প্রকাশিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাইচন্দ্র সাহা বলেন, ‘ এটি চূড়ান্ত তালিকা নয়। কিছু ভুল হয়ে থাকতে পারে। কাজ করতে গেলে ভুল হয়। ভুল সংশোধন করা হয়েছে। বিষয়টি সহ উপাচার্য দেখছেন। কোন দুর্নীতি হয়েছে বলে আমরা মনে করছিনা।’

বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সায়েন্সের সেক্রেটারি শুভপ্রসাদ নন্দী মজুমদার বলেন, ‘একটা খসড়া তালিকা প্রকাশ হয়েছে। বিষয়টি আমার নজরে আসার মিনিট কুড়ির মধ্যেই ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়েছে। সংশোধিত তালিকা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। কেনো ভুল হল সেটা দেখা হচ্ছে।”  তবে তাঁর দুর্নীতি আর টাকা নেওয়ার অভিযোগের প্রসঙ্গে শুভপ্রসাদ বাবু বলেন,” আমাদের বিশ্ববিদ্যালয়েই জাল মার্কশিট জমা দিয়ে ছাত্র ভর্তি হয়েছে। ধরা পড়ার পড়েও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জাল মার্কশিটের সেই ছাত্রটি তো দিব্যি পাশ করে আসল মার্কশিট নিয়ে চলে গেল। এর পিছনে কোন ছাত্রনেতা বা বিশ্ববিদ্যালয়ের কোন কর্তৃপক্ষ জড়িয়ে ছিল সময়ে তথ্যপ্রমান সহ সবই জানাবো।’

আরো পড়ুন