আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় বর্ধমানের ১০টি সোনা সহ ৫০টি পদক

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: অল ইন্ডিয়া সেইশিঙ্কাই সিতো-রিউ ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় এবং ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিত সেনের তত্ত্বাবধানে ষষ্ঠ আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২২ – এ পূর্ব বর্ধমানের দ্যা মার্শাল আর্ট একাডেমির ৫০ জন প্রতিযোগী পদক অর্জন করল। গত ৩০ ও ৩১ জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক মানের এই ক্যারাটে প্রতিযোগিতা। ভারত ছাড়াও দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ইস্ট তিমুর, আফগানিস্তান ও ভুটানের প্রায় ৪০০০ খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন

পূর্ব বর্ধমানের দ্য মার্শাল আর্টস একাডেমীর প্রধান প্রশিক্ষক রেনসি দেবাশীষ কুমার মন্ডল জনিয়েছেন, এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ৯৬ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৫০ জন প্রতিযোগী মোট ৫০ টি পদক (১০টি সোনা, ১৩টি রুপো এবং ২৭টি ব্রোঞ্জ) জয়লাভ করে। ধ্রুবজিত দত্ত, শ্রেয়সী ঘোষ ও অঞ্জনাভ সাধু ২টি করে স্বর্ণপদক এবং বৈদ্যুতি মণ্ডল, ঈশানী গুপ্তা, সঞ্চিতা রাম ও দেবনীল মন্ডল ১টি করে স্বর্ণপদক জয়লাভ করেছে।

আরো পড়ুন