ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: এবার বর্ধমানেও এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠলো। মৃত যুবকের নাম রবি পাশোয়ান(৩৪)। বাড়ি বর্ধমান শহরের ১৬ নম্বর ওয়ার্ডের সদরঘাটের সুকান্তপল্লীতে। অভিযুক্ত যুবক সেখ ইনসান ওরফে গাবুর বাড়ি একই জায়গায়। মৃতের স্ত্রী রাধা পাশোয়ান বলেন ১০-১১ দিন আগে তার স্বামীকে গাবু বাঁশ দিয়ে ব্যাপক মারধর করে। তার ঘাড়ে ও পেটে আঘাত লাগে। আজকে ভোরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, ‘গাবু এলাকায় সব সময়ে অসামাজিক কাজকর্ম যুক্ত থাকে। এলাকায় তোলাবাজি করে। মৃত রবি পাশোয়ানের দাদা প্রেমনাথ পাশোয়ান বলেন, গাবু আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল।কিন্তু সব সময়ে অসামাজিক কাজকর্ম করা ও তোলাবাজির জন্য দল তাকে বহু বছর আগেই সরিয়ে দেয়। তার ভাই গাবুর সঙ্গেই থাকতো। গাবু কাঠের কাজ করে ও পাড়ায় একটি চায়ের দোকান আছে। আর তার ভাই রবি ভ্যান চালাতো। এখন সংসার কি করে চলবে। ভাইয়ের একটি বাচ্চা মেয়ে আছে। আমরা চাই গাবুর শাস্তি হোক।’
তবে কি কারণে গাবু রবিকে মারধর করে সেই বিষয়ে প্রেম পাশোয়ান বা রবির স্ত্রী রাধা পাশোয়ান কিছুই জানাতে পারেননি। মৃতের দিদি গীতা পাশোয়ান বলেন, ‘গাবু মারার পর ভাই বাড়িতেই ছিল। আমরা ওষুধ কিনে খাওয়াচ্ছিলাম। কিন্তু বাড়িতে হঠাৎ খুবই অসুস্থ হয়ে পড়ে। সেইজন্য ৮ জুলাই ভাইকে বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে ভাই হাসপাতালে মারা গেছে। আমরা চাই গাবুর শাস্তি।
রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘কে কি রাজনৈতিক দল করে সেটা কোন বিষয় নয়। আইনে অনুযায়ী পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। পুলিশ তদন্ত করে দেখুক। অপরাধী শাস্তি পাবে।’ এদিকে ঘটনার পর থেকেই গাবু ওরফে সেখ ইনসান পলাতক। থানার এক অফিসার বলেন, অভিযোগ জমা পড়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জমা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
ছবি – প্রতীকী