বর্ধমান জেলা পরিষদের রাস্তা তৈরির কাঁচামাল রাজ্য সড়কের ওপর, অবরুদ্ধ রাস্তা, সোচ্চার এলাকাবাসী

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,দেওয়ানদীঘি: পূর্ব বর্ধমান জেলা পরিষদের বিটুমিনাস রাস্তা তৈরি করার বরাতপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে রাজ্য সড়ক-৮ বন্ধ করে পাথর, বালি ফেলে রাখার অভিযোগ কে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে দেওয়ানদীঘি থানার অন্তর্গত কলিগ্রাম হাটতলা এলাকায়। রবিবার রাত থেকে বর্ধমান-নবদ্বীপ রোডের উপর কলিগ্রাম হাটতলা কাছে ট্রাক ট্রাক রাস্তা তৈরির কাঁচামাল ফেলতে শুরু করেছে ঠিকাদার বলে অভিযোগ। আর এরফলে বর্ধমান-নবদ্বীপ রোডের রাজ্য সড়কের হাল বেহাল হয়ে পড়েছে বলেই অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসীদের একাংশ।

বিজ্ঞাপন

অভিযোগ, রাস্তা তৈরির কাঁচামাল রাজ্য সড়কের পাশে ফেলায় সেই সমস্ত মাল রাস্তায় নেমে আসছে। রাস্তা একপ্রকার অবরুদ্ধ হয়ে পড়েছে পাথর, বালিতে। আর এর ফলে যানবাহন যাতায়াতে রীতিমত সমস্যা তৈরি হয়েছে। চওড়া রাস্তা কার্যত সরু হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, এর ফলে ছোটখাটো দুর্ঘটনার কবলে পড়ছে একাধিক দু চাকা থেকে অন্যান্য যানবাহন। 

কলিগ্রাম গ্রামের ১২৮০মিটার বিটুমিনাস রাস্তা তৈরি করার বরাত প্রাপ্ত ঠিকাদার অভিজিৎ মুখার্জির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ‘রাস্তা তৈরির কাঁচামাল রাজ্য সড়কের ওপর ফেলার কোন পরিকল্পনা তাদের ছিলনা। কিন্তু গত দুদিনে বৃষ্টির কারণে গ্রামের বাসিন্দারাই কোনো ট্রাক্টর গ্রামের রাস্তায় ঢুকতে দেয়নি। এমনকি গ্রামের কিছু মানুষ রাস্তা তৈরির সরঞ্জাম রাজ্য সড়কের পাশেই ফেলার কথা তাদের জানিয়েছিলেন। আর তাদের কথা মতোই কিছু বালি, পাথর রাজ্য সড়কের পাশে আপাতত ফেলা হয়েছে। রাতের মধ্যেই সেই সমস্ত মাল সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আশাকরি এরপর থেকে রাজ্য সড়কে যানবাহন চলাচলে কোন সমস্যা থাকবে না।’

আরো পড়ুন