ন্যাশনাল সাব-জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপে রাজ্যের হয়ে খেলার যোগ্যতা অর্জন করলো বর্ধমানের সাকিব ও আয়ুশ

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর পরিচালনায় এবং রাজ্য ক্যারাটে সংস্থার সভাপতি হানসি প্রেমজিত সেন ও সম্পাদক হানসি জয়দেব মণ্ডলের তত্ত্বাবধানে “ওয়েস্ট বেঙ্গল সাব-জুনিয়র স্টেট ক্যারাটে সিলেকশন ২০২৪ ফর ন্যাশনাল” গত ৭ ডিসেম্বর দমদমের জৌপুর ক্রিকেট কোচিং সেন্টারে আয়োজিত হয়েছিল। এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রায় ৬৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেনসি দেবাশীষ কুমার মন্ডল জানিয়েছেন, এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ১০ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে। যার মধ্যে ২ জন প্রথম স্থান লাভ করেছে।

বিজ্ঞাপন

একইসাথে ন্যাশনাল সাব-জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পশ্চিমবঙ্গ রাজ্য দলের হয়ে খেলার ছাড়পত্র অর্জন করেছে। প্রথম স্থানাধিকারীরা হলো, সাকিব আঞ্জুম সেখ (৯ বছর -৩৫ কেজি পুরুষ কুমিতে বিভাগ) এবং আয়ুস মাহালিক (৭ বছর পুরুষ কাতা বিভাগ)। পূর্ব বর্ধমান জেলা দলের কোচ হয়ে যোগদান করেছিলেন সেনসেই অমিত পোদ্দার।
এছাড়া, দেবাশিসবাবু আরোও জানান, “এই রাজ্য ক্যারাটে প্রতিযোগিতাটি ছিল অফিসিয়াল যা ক্যারাটে ইন্ডিয়া অরগানাইজেশন দ্বারা অনুমোদিত। এই প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারীরা ন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে। পূর্ব বর্ধমান জেলার ক্যারাটে খেলোয়াড়দের এই সাফল্যে সকলে খুব খুশি ও গর্বিত”।

আরো পড়ুন