বর্ধমানে ব্যাঙ্ক অফ বরোদার বিজনেস করেসপন্ডেন্টদের সংবর্ধনা অনুষ্ঠান

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বৃহস্পতিবার বর্ধমান টাউন হলে ব্যাংক অব বরোদার বর্ধমান রিজিওনের বিজনেস করসপন্ডেন্টদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের কলকাতা জোনের জেনারেল ম্যানেজার তথা জোনাল হেড দেবব্রত দাস, বিশিষ্ট আধিকারিক প্রদীপ কুমার দাস, কৃষি দফতরের ডেপুটি ডিরেক্টর আশিস কুমার বারুই প্রমুখ। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন তাঁরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সফল পরিষেবা প্রদানকারীদের পুরস্কার, স্মারক, মানপত্র দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরিষেবা প্রদানকারীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে দেবব্রত দাস বলেন,” খুব শীঘ্রই দেশে ৫জি মোবাইল পরিষেবা চালু হয়ে যাবে। আর এর ফলে সাধারণ মানুষ আরো বেশি মোবাইল ব্যাঙ্কিং পরিষেবার দিকে ঝুঁকবেন। ব্যাঙ্কে এসে পরিষেবা নেওয়ার মতো গ্রাহকের সংখ্যা কমবে। তাই বিজনেস করস্পন্ডেন্ট দের এই বিষয়টা এখন থেকেই ভাবতে হবে। তাদের ম্যান টু ম্যান পলিসি মেকিং এর ক্ষেত্রে আরো বিচক্ষণ হতে হবে। তবে আগামী দিনে আরো বেশি রোজগার বাড়ানো যাবে।”

আরো পড়ুন