ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ২০২৪ সালের মধ্যে প্রতিটি বাড়িতে নল বাহিত পানীয় জল পরিষেবা পৌঁছে দেওয়া হবে। জল জীবন মিশনের অন্তর্গত এই প্রকল্পে পূর্ব বর্ধমান জেলায় ভালো কাজ হয়েছে। নির্দিষ্ট সময়সীমার আগেই এই জেলায় প্রকল্পে কাজ শেষ হবে বলে জানান পূর্ত দফতরের মন্ত্রী পুলক রায়। বুধবার এই বিষয়ে পর্যালোচনা বৈঠক করতে জেলায় এসেছিলেন রাজ্যের পূর্ত দফতরের মন্ত্রী পুলক রায়। এছাড়াও ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন বর্ধমানের বিডিএ সভাকক্ষে পূর্ব ও পশ্চিম বর্ধমানের আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। সেখানেই পূর্ব বর্ধমানে এই প্রকল্পের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী পুলক রায় জানান,’ মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে এই প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ৬১ লক্ষ পরিবারকে এই প্রকল্পে জল পৌঁছে দেওয়া হয়েছে। এখনও ১ কোটি পরিবারকে জলের সংযোগ দেওয়া হবে। পূর্ব বর্ধমান জেলায় এখনও পর্যন্ত ৪২ শতাংশ বাড়িতে জল পৌঁছে দেওয়া গিয়েছে। যেহেতু পূর্ব বর্ধমান জেলায় ভুগর্ভস্থ জলের প্রচুর্যতা রয়েছে সেইকারণে এই প্রকল্পের জন্য জলের উৎসের সমস্যা হবে না। ২০২৪ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় নির্দিষ্ঠ সময়ের আগেই কাজ শেষ করা হবে। তিনি বলেন, কিছু এলাকায় প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে সমস্যা দেখা গিয়েছে। অনেক এলাকায় জমি সংক্রান্ত সমস্যা রয়েছে। সেই সমস্ত বিষয় নিয়েই এদিন বিস্তারিত আলোচনা হয়।’
মন্ত্রী জানান, ‘ অনেক্ষেত্রে দেখা গিয়েছে একই এলাকা একাধিক জলের সংযোগ রয়েছে। অথচ, পাশের এলাকায় জল পৌঁছচ্ছে না। এছাড়া, এলাকায় প্রকল্প গড়ার জন্য প্রয়োজনীয় জমি পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। দফতর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এলাকায় পরিদর্শন করে একাধিক সংযোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হবে। উপযুক্ত প্রমাণপত্র বা বাড়ির বিদ্যুৎ বিলের নথির সাপেক্ষে একটিমাত্র সংযোগ দেওয়া হবে। যে সমস্ত এলাকায় প্রকল্পের জন্য জমির সমস্যা রয়েছে সেখানে সরকারি জমি চিহ্নিত করে প্রকল্পে গড়ে তোলা হবে। এমনকি প্রয়োজনে রাজ্য সরকারের পক্ষ থেকে জমি কিনে সেখানে প্রকল্প গড়ে তোলা হবে।’
জেলার বিভিন্ন এলাকায় পানীয় জল নিয়ে সমস্যা রয়েছে। এমনকি প্রান্তিক এলাকায় বাড়িতে নলের মাধ্যমে সংযোগ দেওয়া হলেও জল পৌঁছছে না বলে অভিযোগ সামনে এসেছে। কয়েকদিন আগে অভিষেক বন্দোপাধ্যায়ের তৃণমূলের নবজোয়ার কর্মসুচিতে মানুষকে অভিযোগ জানাতে দেখা গিয়েছে। মন্ত্রী জানান, অনেক এলাকায় বেআইনিভাবে পাম্প বসিয়ে জল নেওয়া হচ্ছে। একই বাড়িতে একাধিক সংযোগ নেওয়া হচ্ছে। এই বিষয় গুলি কঠোর ভাবে দমন করা হবে।”