ক্যামরি হসপিটালে চালু হল কার্ডিয়াক কেয়ার সেন্টার ও ক্যাথ ল্যাব পরিষেবা

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: এখন আর কলকাতা কিংবা চেন্নাই ছুটতে হবে না আপনার হার্টের চিকিৎসার জন্য। খোদ আপনার শহর বর্ধমানেই প্রখ্যাত কার্ডিয়াক চিকিৎসকদের উপস্থিতিতে হার্টের চিকিৎসার পাশাপাশি অপারেশনের সুবন্দোবস্ত নিয়ে এসেছে বর্ধমান শহরের উপকন্ঠে বামচাঁদাইপুর এলাকায় অবস্থিত ক্যামরি ( chittaranjan advanced medical research institute ) হসপিটাল। রবিবার এই হাসপাতালে কার্ডিয়াক কেয়ার সেন্টার ও ক্যাথ ল্যাব পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এমনই জানালেন।

বিজ্ঞাপন

এদিন সন্ধ্যায় হাসপাতালের কর্মকর্তা, বিশিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের উপস্থিতিতে কার্ডিয়াক কেয়ার সেন্টারের ফিতে কেটে উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। পরে বেচারহাটের কাছে জাতীয় সড়কের ধারে একটি বিলাসবহুল হোটেলে এই উপলক্ষে একটি গালা পার্টিতে যোগ দেন মন্ত্রী সহ বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, ক্যামরি হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডা. কুশনাভ পবি, কার্ডিয়াক সার্জেন ডা. সুজয় চ্যাটার্জি, ক্যাথ ল্যাব ডিরেক্টর ডা. গৌরব ভট্টাচার্য্য সহ বহু বিশিষ্ট চিকিৎসক ও অন্যান্য ক্ষেত্রের বিশিষ্টজনেরা।

আরো পড়ুন