৬ মাস ধরে নিখোঁজ ছাত্রী, এবার তদন্তে রায়নায় সিবিআই

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: টিউশন পড়তে যাবার নাম করে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল রায়না থানা এলাকার এক অষ্টম শ্রেণীর নাবালিকা। ছয় মাস অতিক্রান্ত হয়ে গেলেও পরিবারের লোকজন এখনও নিখোঁজ নাবালিকার হদিস পায়নি। এবার সেই ঘটনার তদন্তে নামলো সিবিআই। পূর্ব বর্ধমান জেলার রায়না থানার মাছখাণ্ডা এলাকার বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্রীর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় পরিবারের লোকজন রায়না থানায় অভিযোগ জানিয়েছিলেন গত ১৭আগস্ট। সেই ঘটনার তদন্তে নেমে অপহরণে জড়িত থাকার অভিযোগে শেখ সফিকুল ও শেখ জসীমউদ্দিন সেখ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বাড়ি খণ্ডঘোষ থানার লতিফপুর ও বাদুলিয়ায় বলে পুলিশ জানিয়েছিল।

বিজ্ঞাপন

এমনকি নাবালিকা কে খুঁজে বের করার জন্য পুলিশ অভিযুক্তদের দু দফায় তিনদিন ও চারদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। কিন্তু নাবালিকা ছাত্রীর হদিস পায়নি পুলিশ। এরপর ফের আদালতে পেশ করে আরো সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানালে বিচারক সেটিও মঞ্জুর করেন। কিন্তু এরপরও নাবালিকা উদ্ধার হয়নি। পুলিশি তদন্তে উদাসীনতা দেখে ১৫ জানুয়ারি হাইকোর্ট সিআইডি কে তদন্তের নির্দেশ দেয়। শেষে ৯০দিন পেরিয়ে গেলেও আদালতে এই মামলার চার্জশিট পুলিশ পেশ করতে না পারায় অভিযুক্ত শেখ সফিকুল ও শেখ জসীমউদ্দিন শেখের জামিন হয়ে যায়।

এরপর মামলাটি যায় সিবিআইয়ের হাতে। আগামী ১৩ মার্চ পরিবর্তী শুনানিতে সিবিআইকে তদন্তে অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আর এরপরই বুধবার রায়নার মাছখান্ডায় এই অপহরণ মামলার তদন্তে আসে সিবিআই এর তিন সদস্যের টিম। এদিন প্রথমে নিখোঁজ নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। পরে এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গেও কথা বলেন তদন্তকারি দলের সদস্যরা। নাবালিকার পরিবার সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট সন্ধ্যা ৬টা নাগাদ টিউশন পড়তে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তার হদিশ মিলছে না। বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও ছাত্রীর খোঁজ না পেয়ে তার মা ১৭ আগষ্ট থানায় অভিযোগ দায়ের করেন। কয়েকদিন পর পরিবার জানতে পারে তাদের মেয়েকে ফুসলিয়ে অপহরণ করে অন্যত্র নিয়ে গেছে খণ্ডঘোষের লতিফপুর এলাকার সফিকুল সেখ ও বাদুলিয়া এলাকার জসিম সেখ।

পরিবারের দাবি জসিম সকলের সামনে স্বীকার করেছিল সে মেয়েটিকে বাইকে চাপিয়ে স্টেশন পর্যন্ত নিয়ে  গিয়েছিল সফিকুলের কাছে। পরিবারের আরও দাবী, তারা অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দিয়েছিল। এমনকি নাবালিকা অপহরণ কারীদের কঠিন শাস্তি ও তাকে উদ্ধারের দাবিতে ভারত জাকাত মাঝি পরগনা নামে আদিবাসী সংগঠন গত ১২ অক্টোবর  রায়না থানার শ্যামসুন্দর বাজার মোড়ে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করে। 

আরো পড়ুন