রাজনীতি

প্রধানমন্ত্রী আবাস যোজনা – জেলায় ফের কেন্দ্রীয় প্রতিনিধি দল

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: প্রধানমন্ত্রী আবাস যোজনার রাজ্যের পেশ করা অ্যাকশন টেকেন রিপোর্ট সরজমিনে খতিয়ে দেখতে ফের আধিকারিক পর্যায়ের কেন্দ্রীয় দল আসছে রাজ্যে। অন্তত দশটি জেলায় এই কেন্দ্রীয় প্রতিনিধি দল ঘুরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তাদের নাম নথিভুক্ত নিয়ে কেন্দ্রীয় দলের সুপারিশ কতটা কার্যকর হয়েছে তা খতিয়ে দেখবে। এব্যাপারে কেন্দ্রীয় প্রতিনিধিদের সহায়তা করবেন জেলা প্রশাসনের পাশাপাশি রাজ্য পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরাও।

নবান্ন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় প্রতিনিধিদের দলটি পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ, দুই মেদিনীপুর, আলিপুরদুয়ার, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, দার্জিলিং ও কালিম্পঙ জেলায় ঘুরবে। ১৫ দিনের মধ্যে তাদের কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে রিপোর্ট জমা দিতে হবে। রাজ্যের পঞ্চায়েত সচিবকে লেখা চিঠিতে কেন্দ্রীয় গ্রামান্নোয়ন মন্ত্রক জানিয়েছে, উপভোক্তা তালিকা নিয়ে অভিযোগের ভিত্তিতে ন্যাশনাল লেভেল মনিটারিং (এনএলএম) কমিটি কয়েকটি ক্ষেত্রে ত্রুটি নিয়ে রাজ্যকে কিছু সংশোধনের পরামর্শ দেয়। যার ভিত্তিতে গত ৬ মার্চ রাজ্য পঞ্চায়েত দপ্তর অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠায় দিল্লিতে। এই রিপোর্ট কতটা সঠিক, তা দেখতেই কেন্দ্রীয় দলের এই সফর বলে জানা গেছে।

রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ‘এইসব ওদের বাহানা। উপভোক্তা তালিকা নিয়ে নানা অভিযোগের অছিলায় বারবার কেন্দ্রীয় দল পাঠিয়ে বরাদ্দ টাকা আটকে রেখেছে কেন্দ্র।আসল উদ্দেশ্যই হচ্ছে বাংলার প্রাপ্য থেকে বাংলাকে বঞ্চিত করা।’ এদিকে সামনেই পঞ্চায়েত ভোট। তাই এখনই এ নিয়ে সমাধানসূত্র মেলার সম্ভবনা কম বলেই রাজ্যের মত। যদিও কেন্দ্রীয় প্রতিনিধি দলকে সহায়তা করার জন্য ইতিমধ্যেই নবান্ন থেকে প্রতিটি জেলার জন্য পঞ্চায়েত দপ্তরের অতিরিক্ত সচিব থেকে যুগ্মসচিব পদমর্যাদার আধিকারিকের দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

Recent Posts