আবহাওয়া

মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, ব্যাপক বজ্রপাতের আশঙ্কা আবহাওয়া দপ্তরের

ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্ক: রবিবার দুপুরে মোচা আছড়ে পড়ল মায়ানমারের উত্তর দিকে। ফলে এযাত্রায় এই রাজ্যে তেমন কোন প্রভাব পড়ল না। তবে আগামী সপ্তাহের বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল মঙ্গলবার পশ্চিমের জেলা বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ও দুই বর্ধমান – এ তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে ১৬-২০মে উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে ১৭-২০ মে ঝড় বৃষ্টি শুরু হবে। সাথে বজ্রপাত থাকবে। ১৬মে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান তাপমাত্রা ৪০ ডিগ্রি হতে পারে। ১৭ তারিখ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে(South Bengal) ঝড় বৃষ্টি হবে।

স্বাভাবিকভাবেই টানা বেশ কয়েকদিন অস্বস্তিকর গরম ও তাপপ্রবাহের পর চলতি সপ্তাহে টানা কয়েকদিন বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের জেলা গুলি বলেই আভাস পাওয়া গেছে। যদিও এই স্বস্তির পূর্বাভাসের মধ্যেই আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর। দপ্তর সতর্কতা জারি করে জানিয়েছে, চলতি সপ্তাহে ব্যাপকহারে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাই সকলকে সচেতন ও সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।