জেলা

আগামীকাল বর্ধমানে মুখ্যমন্ত্রী, প্রায় সাড়ে তিন লক্ষ আবেদনকারীর হাতে সরাসরি সুবিধা তুলে দেওয়া হবে

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বুধবার বর্ধমানের গোদার মাঠে প্রশাসনিক সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই প্রশাসনিক সভা থেকে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার একাধিক প্রকল্পের শিলান্যাস ও নতুন প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদনকারীদের মধ্যে পূর্ব বর্ধমান জেলার ৩০ জন ও পশ্চিম বর্ধমান জেলার ২০ জনের হাতে এদিনের মঞ্চ থেকে সরাসরি সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভা থেকে মোট ৩ লক্ষ ২৬ হাজার ২৮১ জন আবেদনকারীকে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

দুই জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি, উপভোক্তাদের হাতে সরাসরি সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী নিজে। পূর্ব বর্ধমান জেলায় নতুন প্রকল্পের মধ্যে জেলার বিভিন্ন এলাকায় রাস্তা ও অন্যান্য প্রকল্প গুলি রয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার ৪৮৯ টি রাস্তা সংস্কারের জন্য ৩৫৫ কোটি ৬৩ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। এরমধ্যে ৩৯০ টি রাস্তার কাজ শেষ হয়েছে। জেলায় মোট ৫১৯ কিলোমিটার নতুন রাস্তার কাজ করা হয়েছে। যার আর্থিক মূল্য ১৭৪.৪৯ কোটি। বুধবারের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তা গুলির উদ্বোধন করবেন।

এছাড়া, মুখ্যমন্ত্রীর জল স্বপ্ন প্রকল্পের জন্য মৌগ্রাম ও তৎসংলগ্ন মৌজায় নলবাহী পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এই প্রকল্পে ১০.৮৩ কোটি টাকা খরচ হয়েছে। কুচুট ও তৎসংলগ্ন মৌজায় নলবাহীত পানীয় জল সরবরাহ প্রকল্প যার আর্থিক মূল্য ৯.১১ কোটি। কোর্ট কম্পাউন্ড চত্বরে নব নির্মিত প্রশাসনিক ভবন, যার আর্থিক মূল্য ৮.০৩ কোটি। বর্ধমান মেডিকেল কলেজের নবনির্মিত আক্সিজেন মেনিফোল্ড বিল্ডিং, যার আর্থিক মূল্য ১.০৫ কোটি। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ইউরোলোজি মেশিন স্থাপন, যার আর্থিক মূল্য ১.০০ কোটি। কচুরিপানা হইতে হস্তশিল্প সামগ্রী প্রস্তুত যার আর্থিক মূল্য ৪৭ লক্ষ।কাটোয়া মহকুমা হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতাল ভবন। এই প্রকল্পের ব্যয় ১২ কোটি ১৬ লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানা গিয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী শিলান্যাস করবেন বেশ কয়েকটি প্রকল্পের। এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প গুলি হল, বর্ধমান আরামবাগ রাস্তা (রাজ্যসড়ক-৭) ৬.৫০ কি.মি. হইতে ৩২.৬২৫ কি.মি. পর্যন্ত প্রশস্তিকরণ এবং দৃটীকরণ যার আর্থিক মূল্য ৭৮.৯৫ কোটি। ২০০ জন ছেলে এবং ২০০ জন মেয়েদের জন্য নতুন হোস্টেল ভবনের নির্মাণ যার আর্থিক মূল্য ২১.০৬ কোটি। বিষ্ণুপুর ও তৎসংলগ্ন মৌজায় নলবাহী পানীয় জল সরবরাহ যার আর্থিক মূল্য ১৬.১১ কোটি। গোপালবেরা ও তৎসংলগ্ন মৌজায় নলবাহী পানীয় জল সরবরাহ যার আর্থিক মূল্য ৯.৮৭ কোটি।

৩৬টি বিভিন্ন বিদ্যালয়ে ৩৬টি সায়েন্স ল্যাব এবং ৩০টি লাইব্রেরি নির্মাণ যার আর্থিক মূল্য ৯.৪০ কোটি। আর.আই.ডি.এফ-২৯ প্রকল্পে পাচুন্দি রেল স্টেশন থেকে আগরডাঙ্গা মোড় মুলগ্রাম পর্যন্ত ১২ কি.মি. রাস্তা নির্মাণ। যার আর্থিক মূল্য ৭.৭৩ কোটি। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ট্রমা কেয়ার বিল্ডিং নির্মাণ, যার আর্থিক মূল্য ৬ কোটি। ইডেন খালের উপর (চাঁচাই গ্রামে) চেন ২৮৭.০০ তে একটি ব্রিজ নির্মাণ যার আর্থিক মূল্য ৪.৫৮ কোটি। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ছাত্রাবাস নর্মাণ যার আর্থিক মূল্য ৪ কোটি। দাঁইহাটে ২ টি অগ্নিনির্বাপন কেন্দ্র নির্মাণ যার আর্থিক মূল্য ৩.৩৬ কোটি।

Recent Posts