ট্রাফিক বিধিনিষেধ নিয়ে বর্ধমান শহরে নাগরিক সচেতনতা পুলিশের

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: সবে দুর্গাপুজো শেষ হয়েছে, সামনেই কালী পুজো। আর তারই মধ্যে যানবাহন নিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ কে সচেতন করতে উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। শহরের মধ্যে দিয়ে চার চাকা, দু চাকা, টোটো, মোটর ভ্যান, রিকশা প্রভৃতি যানবাহন চলাচলের উপর একাধিক নিয়মাবলী জারি করেছে পুলিশ প্রশাসন। এই সমস্ত নিয়ম ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নির্দেশ জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার এই বিষয়ে শহরের বিরহাটা ও গোলাপবাগ ট্রাফিক পোস্টের পক্ষ থেকে জনসাধারণ কে সচেতন ও সতর্ক করতে ব্যাপক প্রচার অভিযান চালানো হয়। এদিন রাস্তায় গাড়ি চালানোর সময় নিয়মভঙ্গকারী বহু যাত্রী কে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সতর্ক করে তাদের হাতে নিয়মাবলী সম্মন্ধীও লিফলেট ধরিয়ে দেওয়া হয়। একই সাথে মাইকিং করেও প্রচার চালায় পুলিশ।

সতর্কতামূলক নিয়মাবলী: 1. দুই চাকার গাড়িতে সকলের জন্য হেলমেট আবশ্যিক। 2. গাড়ি চালানোর সময় কোন লেন লঙ্ঘন করা যাবেনা।3. মদ্যপ অবস্থায় গাড়ি চালানো একেবারেই নিষিদ্ধ। 4. অতিরিক্ত গতিবেগে গাড়ি চালানো নিষিদ্ধ। 5. কোন ট্রাফিক সংকেত অমান্য করা যাবেনা। 6. গাড়ি চালানোর সময় মোবাইল বা ইয়ারফোনে কথা বলা একেবারেই নিষিদ্ধ। 7. গাড়ি চালানোর সময় সিটবেল্ট পরা একান্তই আবশ্যক। ৪. কোন আনুমদিত পার্কিং ছাড়া গাড়ি যেখানে সেখানে পার্ক করা যাবেনা।

9. বাইকে ট্রিপল রাইডিং করা যাবেনা। 10. বাস চালানোর সময় কোন এয়ারহর্ন ব্যবহার করা যাবেনা। 11. বৈধ নম্বর প্লেট এবং বৈধ কাগজপত্র ছাড়া কোনো যানবাহন চলাচল করবেনা। 12. বর্ধমান শহরের ভিতরে জি টি রোডের ওপরে কোন টোটো এবং ভ্যানো জাতীয় গাড়ি চলাচল করবে না। 13. টোটো চালানোর সময় অবশ্যই রিয়ার ভিউ মিরর থাকতে হবে । 14. জনগণের নিরাপত্তার জন্য প্রশাসনিক নির্দেশাবলী অবশ্যই অনুসরণ করুন।

আরো পড়ুন