---Advertisement---

দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, বধূর কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,নাদনঘাট: দুই পরিবারের পুরনো বিবাদ। আর সেই বিবাদ কে কেন্দ্র করেই তুমুল উত্তেজনা ছড়াল কালনার খোরসা গ্রামে। দুই পরিবারের পুরুষ মহিলা নির্বিশেষে গ্রামের মধ্যেই কার্যত সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিল, চর, ঘুসির পাশাপাশি এক বধূর কান টেনে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর জলিল শেখের পরিবারের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

এই সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যে নাদনঘাট থানায় দু পক্ষই অভিযোগ দায়ের করেছে। ঘটনায় তিনজন আহতদের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, পুরনো বিবাদ তো ছিলই, এরই মাঝে এই দুই পরিবারের কেউ কাউকে ফোন করাকে কেন্দ্র করে আগুনে ঘি পড়ে। সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি পরিবার।

গ্রামের লোকের সামনেই এই ঘটনা ঘটলেও কেউই এদের থামাতে এগিয়ে আসেনি। এমনকি কান ছিঁড়ে যাওয়ার পরে গাড়িতে করে হসপিটালে নিয়ে যেতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ আহতের পরিবারের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

See also  বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ কে কেন্দ্র করে বর্ধমানের নার্সিংহোমে উত্তেজনা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---