ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: বহিরাগতদের তাণ্ডব, ছাপ্পা ভোটের অভিযোগ ঘিরে সকাল থেকেই পূর্ব বর্ধমানের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসতে শুরু করেছে। রায়নার পলাশনে ভোটে অশান্তি। পলাশনের ১৩৯ নম্বর বুথে সিপিএম তৃণমূল সংঘর্ষে জখম হয় বেশ কয়েকজন। ১৩৯ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শামসুদ্দিন মণ্ডলের অভিযোগ, সকালে বুথে এজেন্ট ঢোকানোর সময় সিপিএম কর্মী সমর্থকরা অতর্কিতে তাদের আক্রমণ করে। তাদের দলের পাঁচ জন জখম হয়। তার আরো অভিযোগ, রায়নার তৃণমূল বিধায়ক নিজে সিপিএমের সঙ্গে আঁতাত করে অশান্তি পাকানোর চেষ্টা করছে। সিপিএমের অভিযোগ, সকালেই তৃণমূল বুথ দখল করতে গেলে সিপিএম কর্মী ও গ্রামবাসীরা প্রতিরোধ করে।
* জামালপুরের আঝাপুরের ৪২ বুথে নেই কেন্দ্রীয় বাহিনী। সিপিএমের ও বিজেপির অভিযোগ কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট হচ্ছে।
* ভাতারের কর্জনা কলোনী এলাকার ১৮৯ নম্বর বুথে সিপিএম প্রার্থীর এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ। বড়বেলুন ১ পঞ্চায়েতেও একই অভিযোগ।
* বেলকাশ গ্রাম পঞ্চায়েতের চাষিমানা ৩০ নং বুথ দখলের অভিযোগ। পুরসভা এলাকা থেকে লোকজন গিয়ে পঞ্চায়েত বুথ দখল করছে বলে সিপিএমের দাবি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ।